মাস্টার্স স্টুডেন্টদের ফেলোশিপ দিয়ে থাকে। ফেলোশিপটি শুধুমাত্র এক বছরের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে এক বছরের টিউশন ফি কাভারেজ দেয়া হয়ে থাকে। এছাড়াও $২০,০০০ ডলারের এককালীন স্টাইপেন্ড এবং একজনের হেলথ ইন্সুরেন্স দেয়া হয়। ফেলোশিপটি শুধুমাত্র ফল এবং স্প্রিং সেমিস্টারের জন্য প্রদান করা হয়। ফেলোশিপটি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ফুল-টাইম গ্র্যাজুয়েট হিসেবে ভর্তি হতে হবে। এই ধরনের দুটি ফেলোশিপ রয়েছে-
1. Graduate Council Fellowships
2. Conference and Research Funding
ফেলোশিপ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য এবং ডেডলাইনস নিচের লিংকে পাওয়া যাবে-
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-