পিএইচডি শিক্ষার্থীদের Purdue University থেকে প্রতি বছর NAeD Spencer Dissertation Fellowship দেয়া হয়। এই ফেলোশিপ শুধুমাত্র Education ফিল্ডে পিএইচডিরত শিক্ষার্থীদেরই প্রদান করা হয়। তবে যারা অন্য ফিল্ডে রয়েছে কিন্তু Education নিয়ে গবেষণা করছে এমন শিক্ষার্থী হলেও এই ডিজারটেশন ফেলোশিপে আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থীরা আমেরিকান কোনো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শেষ বর্ষে রয়েছেন তারাই কেবল আবেদন করতে পারবেন। ফেলোশিপটি পেলে একজন শিক্ষার্থী এক বছরে এককালীন $২৭,৫০০ ডলার পাবেন। ফেলোশিপের জন্য মনোনীত হলে অন্য কোনো ফেলোশিপে আবেদন করা যাবে না।
ফেলোশিপটি নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে-
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-