Wright State University Graduate Assistantship এর অন্তর্গত Raj Soin College of Business প্রতিবছর Fall এবং Spring সেশনে MBA প্রোগ্রামের জন্য Graduate Assistantship এর সুযোগ দিয়ে থাকে।এ প্রোগামের সিলেকশন প্রসেডিউর খুবই প্রতিযোগিতামূলক হয়। ভালো GMAT বা GRE স্কোর এই প্রোগ্রামে নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয়।
MBA এর বিষয়সমূহ –
• Finance
• Health care management
• Interdisciplinary business
• International business
• Investments
• Management, innovation, and change
• Marketing
• New venture creation
• Project management
ক্রেডিট – প্রতি সেমিস্টারে ন্যূনতম ৬ ক্রেডিট ঘন্টা
কর্মঘন্টা – প্রতি সপ্তাহে ২০ ঘন্টা
Assistantship compensation – মাসিক স্টাইপেন্ড এবং টিউশন ফির কিছু অংশের ওয়েভার। মাসিক স্টাইপেন্ড বার্ষিক বাজেটের উপর নির্ভরশীল এবং ওয়েভার প্রতি সেমিস্টারে ১৬ গ্রাজুয়েট ক্রেডিট ঘন্টা ( in-state tuition rate এর ভিত্তিতে) হিসেবে নির্ধারণ করা হয়। আনুষাঙ্গিক খরচ এর অন্তর্ভুক্ত নয়।
Graduate Assistantship এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওএবসাইটে দেয়া Graduate Assistantship Application ফর্মটি পূরণ করে এই মেইল আড্রেসে joann.bevelhymer@wright.edu. পাঠাতে হবে।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন –
https://business.wright.edu/maste…/graduate-assistantships
এছাড়াও MBA প্রোগ্রামে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী বিস্তারিত জানতে ভিজিট করুন-