এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটি’ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যে অবস্থিত একটি পুরনো পাব্লিক বিশ্ববিদ্যালয়, ১৮৬৩ সালের মার্চ মাসে ক্যানসাস স্টেট নরমাল স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়। এম্পোরিয়া স্টেট ক্যানসাস রাজ্যের তৃতীয় প্রাচীনতম পাবলিক বিশ্ববিদ্যালয়। ক্যানসাস বোর্ড অব রিজেন্টস দ্বারা পরিচালিত ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এম্পোরিয়া স্টেট একটি।
☞গ্রাজুয়েট প্রোগ্রামসঃ
Accountancy
Applied Sociology
Athletic Training
Business Administration
Clinical Counseling
Clinical Psychology
Elementary Education
Early Childhood Unified
Teaching
School Counseling
School psychology
ছায়াঘেরা সুনিবিড় এই ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্রোগ্রামে রয়েছে বেশকিছু স্কলারশিপ পাবার সুযোগ।
যেমনঃ
১. PRESIDENTIAL SCHOLARSHIP:
এই বৃত্তিটি প্রথমবারের মতো নবীন শিক্ষার্থীদের তাদের একাডেমিক কৃতিত্বের জন্য জিপিএ’র উপর ভিত্তি করে প্রদান করা হয়।
২.INTERNATIONAL AMBASSADOR SCHOLARSHIP:
ইএসইউ’র স্টুডেন্ট-লিডার হবার পাশাপাশি নিজ দেশের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য এবং নতুন শিক্ষার্থীদের, সেইসাথে OIE কে সমর্থন করার জন্য এই স্কলারশিপটি দেওয়া হয়।
৩.TRANSFER SCHOLARSHIP:
এই স্কলারশিপটি পেতে 3.0 বা উচ্চতর GPA সহ 24 বা তার বেশি ট্রান্সফারেবল ক্রেডিট ঘন্টা সহ প্রথমবারের মতো ESU শিক্ষার্থী হতে হয়।
ইউনিভার্সিটি এবং কোর্সগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.emporia.edu/?fbclid=IwAR1RRHm4KvgNE-MSc2GfcED0UreZl411XvTU-Lo17wkl7M9Y_oTykH8dCHw
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-