আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সাইন্সে মাস্টার্স এমনকি পিএইচডির জন্যও ফুল-ফান্ড অফার করে থাকে। এই ফান্ডগুলো সাধারণত অ্যাসিসটেন্টশিপ হিসেবে শিক্ষার্থীদের দেয়া হয়। টিউশন ফি ওয়েইভার থাকে এবং অ্যাসিসটেন্টশিপ থেকে পাওয়া অর্থ দিয়ে লিভিং কস্টও কাভার হয়ে যায়। পলিটিক্যাল সাইন্সে এরকম ফুল-ফান্ড পাওয়া যাবে এমন ৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত তথ্যাদি দেয়া আছে নিচের লিস্টে। যারা সামনে ফল সেমিস্টারে আমেরিকায় আবেদন করতে চান তাদের জন্য আশা করি অনেক উপকার হবে।
The University Of Texas At Dallas
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-