The University of Texas at Dallas এ Political Science প্রোগ্রামে ফান্ডসহ ফুল টাইম মাস্টার্স
Admission requirements:
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ব্যাচেলর ডিগ্রিসহ সকল অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
- মিনিমাম আন্ডারগ্র্যাজুয়েট GPA 3.00
- ৩টি letter of recommendation
- পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশন এবং প্রফেশনাল অবজেক্টিভ এর বর্ণনা দিয়ে একটি admission essay সাবমিট করতে হবে
- GRE তে verbal এবং quantitative সেকশন মিলিয়ে টোটাল স্কোর 300
- TOEFL: minimum 80 (internet-based test), 550 (paper-based test) ; IELTS: minimum score 6.5 ; Pearson’s Test of English Academic (PTE): minimum score 67 ; Duolingo: minimum score 105 ; Successful completion in level 112 of English from the ELS Language Centers
টেস্ট স্কোরগুলো ২ বছরের বেশি পুরোনো হওয়া যাবে না। এপ্লিকেন্টদের স্কোর মিনিমামের চেয়ে কম হলেও কনসিডার করা হবে, তবে তাদের পরীক্ষার স্কোর উন্নত করে পুনরায় আবেদন করার পরামর্শ দেওয়া হয় ।
Application deadline:
Fall – January 15 (early) , May 1 (regular)
Spring – May 15 (early) , October 1 (regular)
Summer – October 15 (early) , March 1 (regular)
Available scholarships:
1. Teaching and Research Assistantships
টিচিং অ্যাসিস্ট্যান্টদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টার জন্য নিযুক্ত করা হয়। স্টুডেন্টদের অবশ্যই মিনিমাম 9 ক্রেডিট-ঘন্টায় ইনরোল করতে হবে এবং প্রতিটি সেমিস্টারে অবশ্যই ভাল একাডেমিক স্ট্যান্ডিং এ থাকতে হবে। একজন গ্র্যাজুয়েট TA নির্ধারিত ফ্যাকাল্টি মেম্বারের নির্দেশে এক বা একাধিক কোর্সের শিক্ষাদানে সহায়তা করবে। তাদের নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।
গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের তাদের ফ্যাকাল্টির রিসার্চের কাজে সহায়তা করার জন্য প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের জন্য নিযুক্ত করা হয়। এক্ষেত্রেও RA নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।
2. GXA Cares Scholarship/Fellowship
এপ্লিকেন্টদের মিনিমাম 3.2 cumulative GPA থাকতে হবে এবং স্কলারশিপটি প্রদান করার সময় ফুল টাইম এনরোলড হতে হবে। সমানভাবে যোগ্য আবেদনকারীদের মধ্যে, এমন স্টুডেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে যারা গত ১২ মাসের মধ্যে অন্তত ১৬ ঘন্টা কমিউনিটি সার্ভিস সম্পন্ন করেছে।
3. Federal College Work-Study Program
এই প্রোগ্রামের আন্ডারে, ডিপার্টমেন্ট আয়ের 25% কভার করবে এবং বাকি 75% ফেডারেল গভর্নমেন্ট কভার করে। এক্ষেত্রে ফান্ডিং এর সময়কাল প্রতি অর্থবছরের 1 সেপ্টেম্বর থেকে 15 মে পর্যন্ত। ডিপার্মেন্ট থেকে ইন্টারভিউ নেওয়া এবং ফাইনাল রিক্রুটমেন্ট সম্পন্ন হবে। রেগুলার সেমিস্টারে (fall and spring) প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হবে। তবে হলিডে এবং সামার ব্রেকে স্টুডেন্টের রেজিস্টার করা কোর্সলোডের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে।
যারা work study প্রোগ্রামের জন্য কোয়ালিফাই হবে না তাদের জন্য UT Dallas Career Center অন্যান্য অন-ক্যাম্পাস জবের লিস্ট প্রোভাইড করে থাকে।
এছাড়াও School of Economic, Political and Policy Sciences থেকে বেশ কিছু স্কলারশিপ এবং ফেলোশিপ অফার করা হয়।
কোর্স এবং ফান্ডিং নিয়ে বিস্তারিত জানতে পারবেন নিচের লিংক থেকে-
সোস্যাল সাইন্স ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-