Ohio University তে Political Science বিভাগ থেকে ফান্ডসহ এক বছরের ফুল-টাইম মাস্টর্স করার সুযোগ রয়েছে।
Application Requirements:
1. Minimum Undergraduate CGPA 3.00 out of 4.00 scales.
2. Official Academic Transcript (evaluated by NACES)
3. Minimum English Proficiency Score:
· IELTS: 6.5 or better (all bands 6.5 or better)
· TOEFL: iBT- 80 or better (writing-17)
· TOEFL: Paper-delivered- 550 (writing-5, other sections-52)
4. Three Recommendation Letters
5. Personal Statement of Purpose (500 words)
6. Writing Sample (optional)
7. CV/Resume
8. GRE score (required for CGPA less than 3.00)
Available Financial Aid:
1. Graduate Assistantships:
Political Science বিভাগ থেকে Graduate Assistantship পেলে একজন শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 15-20 ঘন্টা Undergraduate-এর বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে Full Tuition fee waiver দেয়া হয়ে থাকে। এছাড়াও বাৎসরিক স্টাইপেন্ড এবং স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স সহ আরো সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে যা শিক্ষার্থীদের অন্যান্য খরচ বহনে সহায়তা করবে। এই Assistantship পাওয়ার জন্য ভালো CGPA, minimum English Proficiency (iBT – 100 Composite, Speaking score of 24/ IELTS – 7.0 Composite, Speaking score of 7.0), GRE score, University Level Teaching-এ পূর্ব অভিজ্ঞতা এবং যোগাযোগ দক্ষতা বোনাস হিসেবে কাজ করবে।
2. Tuition Scholarship:
এই Scholarship-এর অধীনে Full Tuition Fee Waiver করা হয়ে থাকে। এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 6 ঘন্টা করে ফ্যাকাল্টি মেমবারদের অ্যাসিসটেন্ট হিসেবে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে এবং প্রতি semester-এ অন্তত 12 ক্রেডিট আওয়ারের কোর্সওয়ার্ক নিতে হবে।
Assistantship এবং Scholarship সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে নিচের লিংকে:
Program Application Deadlines:
December 15- Fall Semester (round-1)
February 15- Fall Semester (round-2)
কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে: