গ্রাজুয়েটসদের জন্য এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে রয়েছে বেশকিছু স্কলারশিপ এবং ফিনানশিয়াল এসিস্ট্যান্স এর সুবিধা।
☞Scholarships:
বেশকিছু এককালীন ফান্ড পাবার সুযোগ রয়েছে এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে। এগুলো পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এ কন্ট্রিবিউট করা, ইউনিভার্সিটির মান উন্নয়নে কাজ করার জন্য এই এওয়ার্ড(ফান্ড) দেওয়া হয়।
যেমন-
Thesis and Dissertation support award, Scholars Circle funding, Outstanding graduate assistant award, Boylan scholar award, New graduate student scholarship, Harold Durst research award, Boylan thesis award, Robert Grover graduate scholarship etc.
☞Financial Assistance:
এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের গ্রাজুয়েট শিক্ষার্থীদের Departmental Assistantships প্রদান করা হয়ে থাকে।
এই assistantship গুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে।
◑ Graduate Teaching Assistant-
এই এসিস্ট্যান্টশীপ এর অধীনে একজন শিক্ষার্থীকে
সপ্তাহে ২০ঘণ্টা করে সময় দিতে হয়। এজ এ গ্রাজুয়েট টিচিং এসিস্ট্যান্ট- ক্লাসরুম সেটিং, সেশন ডিসকাশন এবং টিউটোরিং করা, ল্যাবরেটরি রিপোর্ট, প্রজেক্টস, ক্লাসরুম হোমওয়ার্ক, গ্রাডিং পেপারস ইত্যাদি নিয়ে কাজ করতে হয়। এরজন্য শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে 12 credit hour পর্যন্ত টিউশন ওয়েভার দেওয়া হয়।
◑ Graduate Research Assistant-
এই এসিস্ট্যান্টশীপ এর অধীনে একজন শিক্ষার্থীকে
সপ্তাহে ২০ঘণ্টা করে সময় দিতে হয়। এজ এ গ্রাজুয়েট রিসার্চ এসিস্ট্যান্ট- সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট এবং কম্পিউটার ইকুইপমেন্ট মেইনটেইন এন্ড অপারেটিং, পার্টিনেন্ট রিসার্চ আর্টিকেল রিডিং এন্ড সামারাইজিং, ক্যালকুলেটিং এন্ড এনালাইজিং রেজাল্ট অব রিসার্চ
ইত্যাদি নিয়ে কাজ করতে হয়। এরজন্য শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে 12 credit hour পর্যন্ত টিউশন ওয়েভার দেওয়া হয়।
◑ Graduate Administrative Assistant-
এই এসিস্ট্যান্টশীপ এর অধীনে একজন শিক্ষার্থীকে
সপ্তাহে ২০ঘণ্টা করে সময় দিতে হয়। এজ এ গ্রাজুয়েট রিসার্চ এসিস্ট্যান্ট- এন্টারিং কম্পিউটার ডাটা, মেইনটেইনিং রেকর্ডস, প্রিপেয়ারিং রিপোর্টস এন্ড সার্ভেইস, ইন্টারপ্রেটিং এন্ড করিল্যাটিং এডম্যানিস্ট্রেটিভ ডাটা, ইন্টারেক্টিং ওয়িথ স্টুডেন্টস, ফ্যাকাল্টি, এডমিনিস্ট্রেটরস, এলামনাই এন্ড ভিজিটরস টু দ্য ইউনিভার্সিটি। এরজন্য শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে 12 credit hour পর্যন্ত টিউশন ওয়েভার দেওয়া হয়।
বিস্তারিত জানতে ভিজিট করুন-
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-