University of Alabama-তে আর্টস ফ্যাকাল্টির বেশ কিছু সাবজেক্টে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স এবং পিএইচডি করার সুবর্ণ সুযোগ রয়েছে। এই সাবজেক্টগুলোতে গ্রাজুয়েট এ্যাসিসটেন্টশিপ ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টাল স্কলারশিপও প্রদান করা হয়ে থাকে।
Arts Faculty Subjects:
- American Studies (MA)
- Anthropology (MA, PhD)
- Art History (MA)
- Creative Writing (MFA)
- Criminology & Criminal Justice (MA)
- Dance (MFA)
- English (MA, PhD)
- German (MA)
- History (MA, PhD)
- Music (DMA, MM)
- Political Science (MA, PhD)
- Psychology (MA, PhD)
- Public Administration (MPA)
- Religion in Culture (MA)
- Romance Languages (MA, PhD)
- Studio Art (MA, MFA)
- Theatre (MFA)
- Women’s Studies (MA)
Admission Requirements:
1. Minimum CGPA 3.00
2. 4 years bachelor’s degree
3. English Language Proficiency
- TOEFL-79
- IELTS-6.5
- Duolingo-105
- PTE-59
4. Letter of recommendations
5. Statement of Purpose
6. Writing Sample
7. Essay
8. Sample of Artistic Works (if required)
9. GRE (optional)
ওপরের এডমিশন রিকোয়ারমেন্টগুলো সাবজেক্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে।
ফান্ডিং এবং সাবজেক্টগুলো নিয়ে সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে পাওয়া যাবে-
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-