অনেকেই আমেরিকাতে পড়াশোনা করতে আসার পরে বাবা-মা বা রিলেটিভদের এখানে আনতে চায়। আবার অনেকে বিভিন্ন কারণে এখানে ভিজিটর হিসেবেও আসতে চায়। B1 এবং B2 ভিসা ক্যাটাগরি হল ভিজিটর ভিসা যা দিয়ে স্বল্প সময়ের জন্য আমেরিকায় আসা সম্ভব। আজকে এই দুই ভিসা ক্যাটাগরি নিয়েই আদ্যোপান্ত আলোচনা করব।
ভিজিটর ভিসা কি?
আমেরিকার সকল ভিসাগুলোকে মূলত Immigrant এবং Non-immigrant এই দুই ভাগে ভাগ করা হয়। Immigrant Visa মূলত তাদের জন্য যারা USA-তে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন। আর Non-immigrant visa হল যারা কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো একটা ভ্যালিড কারণে USA-তে অবস্থান করে আবার নিজ দেশে ফেরত যান তাদের জন্য। B1/B2 বা ভিজিটর ভিসা এই Non-immigrant ভিসার মাঝেই পরে। স্বল্প সময়ের জন্য কোনো ভ্যালিড কারণে USA-তে আসতে চাইলে এই ভিসাই সবচেয়ে সহজ মাধ্যম। তবে B1/B2 বা ভিজিটর ভিসাধারী ব্যক্তির আমেরিকাতে কোনোভাবেই কোনো কাজ বা পড়াশোনা করার অনুমতি থাকে না।
ভিজিটর ভিসার ধরণ:
আপনি কোন উদ্দেশ্যে USA-তে যাচ্ছেন তার উপর নির্ভর করে ভিজিটর ভিসা আবার কয়েকভাবে দেয়া হয়। ভিজিটর ভিসা সাধারণত B1, B2 এবং B1/B2 combined এই তিনভাবে দেয়া হয।
B1 ভিসা কোনো বিজনেস সংক্রান্ত কাজ বা যেকেনো রিসার্চ কনফারেন্স এ্যাটেন্ড করার জন্য ইস্যু করা হয়।
আবার কোনো ট্যুরিজম পারপাস, রিলেটিভদের সাথে দেখা করা, মেডিকেল ট্রিটমেন্ট বা কোনো সোস্যাল এ্যাকটিভিটিতে অংশ নেয়ার জন্য B2 ভিসা দেয়া হয়।
আবেদন করার নিয়মাবলি:
১। ভিজিটর ভিসায় আবেদনের জন্য প্রথমে অনলাইনে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফরম DS-160 পূরণ করতে হবে। DS-160 ফর্মে নিজের ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ছবির জন্য ধার্য করে রাখা সকল নিয়মাবলি যথাযথভাবে পালন করতে হবে। ফরম পূরণের পরে তা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এবং ইন্টারভিউয়ের দিনে সাথে করে নিয়ে যেতে হবে।
২। ভিসা আবেদনের জন্য ভিজিটর ভিসার ক্ষেত্রে সাধারণত $১৮৫ ডলার আবেদন ফি জমা দিতে হবে যা ফেরতযোগ্য নয়।
৩। আবেদনের পরে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করতে হয়। ১৩ বছরের নিচে এবং ৮০ বছরের উপরে ব্যক্তিদের জন্য ইন্টারভিউয়ের দরকার পরে না। ১৪-৭৯ বছর বয়সীদের ভিসা ইন্টারভিউ নেয়া হয়।
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। পাসপোর্ট
২। নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফরম।
৩। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিট।
৪। ছবি।
ইন্টারভিউয়ের দিনে এই সকল কাগজপত্র অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে।
B1/B2 বা ভিজিটর ভিসায় আবেদন নিয়ে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন নিচের লিংক থেকে-
https://travel.state.gov/content/travel/en/us-visas/tourism-visit/visitor.html
EB3 Visa নিয়ে বিস্তারিত পড়ুন নিচের ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc