Purdue University পিএইচডি শিক্ষার্থীদের দিচ্ছে American Education Research Association (AERA) Dissertation Fellowship পাবার সুযোগ। এই ফেলোশিপটি শুধুমাত্র Education এবং Social Science এর সাবজেক্ট নিয়ে পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রদান করা হয়। এটি একটি Non-renewable ফেলোশিপ যা কেবল এক বছরের জন্য প্রযোজ্য। এই ফেলোশিপে একজন শিক্ষার্থী এক বছরে $২৫,০০০ থেকে $২৭,৫০০ ডলার পর্যন্ত স্টাইপেন্ড সুবিধা পাবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও এই ফেলোশিপে আবেদন করতে পারবে। তবে প্রথমে অবশ্যই আমেরিকার যেকোনো বিশ্ববিদ্যালয়ে ফুল-টাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে। এছাড়া শিক্ষার্থীরা ফেলোশিপটি চলাকালীন যেকোন Graduate Assistantship পদের দায়িত্বও পালন করতে পারবে।
Deadline: November 20, 2023
ফেলোশিপটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে নিচের লিংকে ভিজিট করতে পারেন-
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-