মাস্টার্স এবং পিএইচডিতে কিছু সরকারি স্কলারশিপ থাকার কারণে উচ্চশিক্ষায় বর্তমানে তুরস্কের জনপ্রিয়তা অনেক। এমনকি অনার্স লেভেলেও তুরস্কে অনেক সুযোগ রয়েছে। তবে যে দেশেই যান না কেন বিদেশে উচ্চশিক্ষার প্রথম ধাপ হল সে দেশের সকল তথ্য জানার নির্ভরযোগ্য রিসোর্স। আজকে জেনে নিন তুরস্কে উচ্চশিক্ষায় কোন কোন রিসোর্সগুলো থেকে হেল্প পাওয়া যেতে পারে।
ফেসবুক গ্রুপ:
Turkey Burslari Scholarship for Bangladeshi Students
Bangladeshi Students Community In Turkey
তুরস্কে আবেদন থেকে শুরু করে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ফেসবুক গ্রুপগুলো থেকে। এখানে ফাইল সেকশনে সকল তথ্য নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। গ্রুপে জয়েন হয়ে প্রথমেই সেগুলো পড়ে নিতে পারেন। এছাড়া তুর্কি নিয়ে যেকোন প্রশ্ন থাকলে গ্রুপ রুলস মেনে পোস্ট করে সঠিক তথ্যগুলো জেনে নিতে পারবেন।
লাইভ সেশন এবং ইউটিউব প্লে-লিস্ট:
তুরস্কের অত্যন্ত জনপ্রিয় স্কলারশিপ বুরসলারি নিয়ে মাস্টার্স, পিএইচডি এবং অনার্স করা নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন আমার করা এই লাইভ সেশন দুটিতে।
তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা
তুরস্কের সরকারি স্কলারশিপ বুরসলারি সহ তুরস্কে অনার্স
এছাড়া বুরসলারি বাদে তুরস্কের আরো অন্যান্য স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে এই ইউটিউব প্লে-লিস্টটি দেখে নিতে পারেন।
Turkey Scholarships for International Students
স্কলারশিপ ওয়েবসাইট:
তুর্কি সরকারের সকল স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া জানতে পারবেন এই ওয়েবসাইটি থেকে।
All Turkey Government Scholarships
তুরস্কে উচ্চশিক্ষার অনন্য সব সুযোগ-সুবিধা থাকার কারণে বর্তমানে অনেকেই সেদিকে ঝুঁকছেন। আশা করছি এই রিসোর্সগুলো তুরস্কে উচ্চশিক্ষা প্রার্থীদের অনেক কাজে আসবে।
উচ্চশিক্ষার দেশভিত্তিক ফ্রি-রিসোর্স সিরিজের অন্যান্য দেশগুলোর রিসোর্সগুলো দেখে নিতে পারেন নিচের ব্লগ থেকে-
তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে-
তুরস্কের সরকারি স্কলারশিপ বুরসলারি সহ তুরস্কে অনার্স করা নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে-