Application Requirements:
1. Minimum CGPA 3.00 out of 4.00 scales.
2. Official Academic Transcript (evaluated by WES)
3. Minimum English Proficiency Score:
• IELTS: 6.5
• TOEFL: 550 (Paper-based)/80 (Internet-based)
• Duolingo: 115
4. Two Recommendation Letters
5. Statement of Purpose (Less than 500 words)
6. Writing Sample
Available Financial Aid:
1. Graduate Assistantships:
Graduate Assistantship পেলে একজন শিক্ষার্থী Tuition Fee Waiver সহ আরো সুযোগ সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে 20 ঘন্টা বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এই Assistantship পাওয়ার জন্য ভালো GMAT/GRE score এবং যোগাযোগ দক্ষতা বোনাস হিসেবে কাজ করবে।
2. Internships, Fellowships and Employment:
Belmont University গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন Part-time internships, employment এবং Fellowships দিয়ে থাকে। শিক্ষার্থীদের রাইটিং সেন্টার, লাইব্রেরী এবং বিভিন্ন লোকাল স্কুলে Part-time internships এবং employment এর ভিত্তিতে নিয়োগ দেয়া হয়ে থাকে। এই internship ও employment গুলো থেকে একজন শিক্ষার্থী Tuition Fee waiver সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে। এছাড়াও কিছু Fellowships রয়েছে যা ইন্টারন্যাশনালসহ সকল শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রয়েছে।
Application Deadlines:
SUMMER Application Deadline –May 1
FALL Application Deadline – August 1
SPRING Application Deadline – November 15
কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে:
আর্টস ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে সোস্যাল সাইন্স ও আর্টসের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-