আপনি যদি একাডেমিয়া বা রিসার্চে থাকেন তাহলে।আপনার জন্য বিশ্বের যে কোন দেশে ফুল-ফান্ডেড স্কলারশিপ অনেকটা সহজ। ধরেন বিশ্ববিদ্যালয়, কলেজ লেভেলে ফ্যাকাল্টি দের এপ্লিকেশনের সময় যে সুবিধা গুলো অটোমেটিক থাকে:
১.একাডেমিক ইন্টারেস্ট আলাদা করে দেখানো লাগেনা কারণ তিনি একাডেমীয়াতেই আছেন
২.বেশির ভাগেরই ভালো পাব্লিকেশন থাকে, যেটা ফান্ড পেতে হেল্প করে বেশ
৩.একাডেমিক লাইনে থাকায় রেকমেন্ডেশন ম্যানেজ করা সহজ
৪.প্রচুর কলিগ/কাছের মানুষ জন বিভিন্ন স্কলারশিপ এ যায় বলে তথ্য গুলা সহজে পায়
৫.যে কোন সরকার ফান্ডেড স্কলারশিপ এ একাডেমিশিয়ান দের প্রায়োরিটি দেয়
৬.পড়াশুনার মধ্যে থাকে বলে বিদেশে এসে একাডেমিক প্রেসারের সাথে মানিয়ে নিতে সজহ হয়
এ কারণে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজে শিক্ষকতার পেশায় আছেন এবং উচ্চ-শিক্ষায় আগ্রহী, তাদের জাস্ট IELTS বা GRE এর মত টেস্ট স্কোর থাকলে বাকি সব সহজ। তাই, আমেরিকা বা ইউরোপ-অস্ট্রেলিয়া সহ যে কোন দেশের সরকারি স্কলারশিপ গুলোতে ট্রাই করা উচিত।