ইউরোপের দেশ গুলোর মধ্যে জার্মানী সব দিক থেকেই বেশ খানিকটা এগিয়ে আর তাই উচ্চ-শিক্ষায় আগ্রহীদের জন্য ও একটি উল্লেখযোগ্য ডেসটিনেশন। বাংলাদেশ থেকে ও প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণে শিক্ষাত্রী উচ্চ-শিক্ষার উদ্দেশ্যে জার্মানিতে পাড়ি জমান। অনেকেই জার্মানীকে বেছে নেনে টিউশন ফি না থাকা বা ভালো লিভিং এর জন্য আবার অনেকে ইরাসমাস/ডাড স্কলারশিপের সুযোগ নিয়ে সে দেশে পাড়ি জমান। আজকের ব্লগে জার্মানীতে যারা পড়াশুনা করতে যেতে চান, তারা রিসোর্স গুলো কোথায় পাবেন সে ব্যপারেই আলাপ করবো।
শুরু করবেন যেখানে-
ফেসবুক গ্রুপঃ
Bangladeshi Student Forum Germany– https://www.facebook.com/groups/BSFG1/
Study in Germany from Bangladesh
DAAD Scholarship from Bangladesh
এ গ্রুপ গুলায় গিয়ে পোস্ট গুলা পড়বেন আর হ্যাশট্যাগ ব্যবহার করে যে কোন তথ্য খুব দ্রুতই পেয়ে যাবেন। এমন অনেক পোস্ট পাবেন যেগুলায় জার্মানিতে যাওয়ার ফুল প্রসেস নিয়ে বলা আছে। তারপর ও যদি কোন প্রশ্ন থাকে, তাহলে গ্রুপের রুলস মেনে পোস্ট করতে পারেন।
ইউটিউব চ্যানেল/ ভিডিওঃ
আমার করা লাইভ সেশন গুলা-
জার্মানীতে উচ্চ-শিক্ষার ফুল প্রসেস
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ নিয়ে বিস্তারিত
এ আপুর চ্যানেলে জার্মানীতে পড়াশুনা করতে যাওয়া নিয়ে সুন্দর দিক নির্দেশনা আছে
ওয়েবসাইট/ব্লগ সাইটঃ
বাকী যা যা লাগে, সেগুলা আসলে গুগল করলেই পেয়ে যাবেন। আর ফেসবুক গ্রুপ গুলা থেকে তথ্য নিয়েই নিজে সব কিছু করা সম্ভব। ভার্সিটি খোঁজা থেকে শুরু করে এপ্লিকেশন করা ও পৌঁছানো পর্যন্ত সব পেয়ে যাবেন গ্রুপ গুলায়।
জার্মানীকে উচ্চ-শিক্ষায় জন্য বেছে নিতে পারেন যা পেছনে অন্যতম কারণ হতে পারে স্যাটেল করার সুবিধা। অন্যান্য দেশের তুলনায় জব ম্যানেজ করতে পারলে থাকা সুবিধা। আর প্রস্তুতির জন্য নিজ উদ্যোগে জার্মান ভাষা শিখতে পারেন। ভাষা জানলে চাকুরী পাওয়া তুলনামূলক ভাবে সোজা। তো, জার্মানীতে যারা যেতে চান, এ রিসোর্স গুলো দিয়ে শুরু করেন আজই।