লেখালেখি করতে সবসময় মন চায় আর ভালো লাগে। কিন্তু কখনো গুছিয়ে লিখা হয়ে উঠেনি। অলসতা, পরিকল্পনার অভাব অথবা কি লিখবো এ ভাবনায় অনেকবার শুরু করতে গিয়েও করা হয়নি। কিন্তু এবার পাক্কা সিদ্ধান্তে পৌছালাম যে লিখবো। আর লেখার জন্য একধরনের ফোর্স হিসেবে কাজ করতে এ ব্লগের পথচলা। অন্ততঃ সপ্তাহে একটা পোস্ট দিতে হলেও কলম ধরতে হবে। আর এটাই রেগুলার হওয়ার জন্য শুরুর টোটকা। তো, কি নিয়ে লিখবো?
এবার ও খুব বেশি হয়তো গুছিয়ে লেখা হবেনা তবে কিছু পছন্দের বিষয় খুজে নিয়েছি। যেমনঃ ১. আমেরিকার জীবন যাত্রায় যা দেখছি আর শিখছি তা লেখনীতে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা থাকবে। ২. উচ্চ-শিক্ষায় বাংলাদেশ থেকে যেন অনেক মেধাবী উঠে আসতে পারে, সে বিষয়ে ইনসাইট দেয়ার চেষ্টা করবো। ৩. বই পড়তে ভাল লাগে বিশেষ করে নন-ফিকশ। বই গুলোর রিভিউ বা শিক্ষা নিয়ে লেখার প্ল্যান আছে ৪. কাজ ও লাইফের ব্যালেন্স করে একটি সুন্দর জীবন পাওয়া অনেকের হয়ে উঠেনা, কেউ জানেনা কিভাবে করতে হয় আবার কেউ জেনেও প্রচন্ড ব্যস্ততায় হয়ে উঠেনা। চেষ্টা করবো সাইন্স অব লিভিং নিয়ে নিজের আইডিয়া গুলো শেয়ার করতে ৫. দেশের শিক্ষিত বেকারত্ব নিয়ে আমার মাথা ব্যাথা আছে, সে বিষয়ে দু-চার কলম লিখতেই হবে ৬. আর ফাইনালী, সাম্প্রতিক ইস্যু যেগুলোতে ইন্টারেস্ট বোধ করি, সেটিও আশা করি লেখনীতে বের হয়ে আসবে!

লম্বা লিস্ট মনে হচ্ছে? আসলেই তাই। অনেক টপিক জমা করেছি যাতে কিছু হলেও লিখা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে, এ হুলুস্থুল সময়ে এত কিছু পড়ার মানুষ আছে তো!! হয়তো আছে, অথবা নেই, সেটি মূখ্য বিষয় নয়। দেখার বিষয় হলো আমি দু-কলম লিখছি কিনা! না লিখাটাই ব্যর্থতা! হয়তো একজন হলেও কোন লিখা পড়ে একটা তথ্য জানবে, অথবা হাসবে, না হয় গল্পের সাথে ঘুরে বেড়াবে। মন্দ কি?
পরিশেষে, এ পোস্ট এতটুকু পড়ার পর যদি কেউ কন্টেন্ট দেখে সামনের পোস্ট গুলো পড়তে আগ্রহী হন, তাহলে ব্লগের সাথেই থাকুন। আর ভালো বলুন ও ভালো লিখুন। আপনার ভেতরে জমে থাকা গল্প গুলো হয়তো অন্য কারো চিন্তার খোরাক জোগাবে! এটাই হউক আমার লেখালিখির হাতে খড়ি!
3 Responses
https://www.masturporn.com/alexis-big-butt-give-cushion-for-cocks-tube-cup/ https://www.masturporn.com/
This variant does not approach me.
——-
https://www.doornight.com/the-wife-enjoys-and-her-cuckold-husband-1/ | https://www.doornight.com
The excellent answer, gallantly 🙂
——-
https://www.mainmovs.com/bueno-culo-playa-mp4/ | https://www.mainmovs.com/