Western Illinois University আমেরিকার Illinois স্টেটের বিখ্যাত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি Illinois স্টেটের Macomb সিটিতে ১৮৯৯ সালের ২৪শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে স্টেম ও নন-স্টেম প্রোগ্রাম মিলিয়ে বর্তমানে মোট ৪টি একাডেমিক কলেজ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রোগ্রামে অনার্স এবং মাস্টার্স লেভেলে রয়েছে স্কলারশিপ পাবার সুবিধাও। US News-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে Western Illinois University ৫৭তম অবস্থানে রয়েছে।
নন-স্টেমের প্রোগ্রামসমূহ:
- Business Administration
- Communication
- Community and Economic Development
- Counseling
- Curriculum and Instruction
- Educational Leadership
- Educational Studies
- English
- History
- Museum Studies
- Music
- Political Science
- Psychology
- Public Safety Administration
- Reading
- Recreation, Park and Tourism Administration Sociology
- Special Education
- Sport Management
- Theatre
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। চার বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
২। ব্যাচেলরে সিজিপিএ কমপক্ষে 2.75 থাকতে হবে। ব্যাচেলরের শেষ দুই বছরে জিপিএ কমপক্ষে 3.00 থাকতে হবে। তবে ডিপার্টমেন্ট ভেদে সিজিপিএ কম-বেশি চাইতে পারে।
৩। Language Proficiency-র ক্ষেত্রে নিম্নোক্ত টেস্টগুলোর যেকোনো একটিতে এই স্কোরগুলো থাকতে হবে-
- TOEFL- 73
- IELTS- 6.0
- ITEP- 3.7
- PTE- 49
- Duolingo- 105
৪। GRE/GMAT Score.
৫। Recommendation Letters.
৬। Statement of Purpose (SOP).
ডিপার্টমেন্ট ভেদে আবেদনের যোগ্যতা এবং ডকুমেন্টগুলো ভিন্ন ভিন্ন চাইতে পারে।
স্কলারশিপ অপশন:
১। Graduate Assistantships:
Graduate Assistantship বিভিন্ন পজিশনে পাওয়া যায়। টিউশন ওয়েইভারসহ মাসিক স্টাইপেন্ড ও হেলথ ইন্সুরেন্সের মতো আরও অনেক ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। এই পজিশনগুলো প্রদানের জন্য এডমিশন কমিটি সাধারণত ভালো একাডেমিক স্কোর, Language Proficiency, রিসার্চের অভিজ্ঞতা, জবের অভিজ্ঞতা ইত্যাদিকে প্রাধান্য দেয়।
২। International Graduate Commitment Scholarship:
এই স্কলারশিপটি বছরে $4,000 ডলার পর্যন্ত স্টাইপেন্ড দিয়ে থাকে। প্রতি বছর গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীদের Fall এবং Spring Semester-এ স্কলারশিপটি অফার করা হয়। স্কলারশিপটি প্রতি বছর পেতে সিজিপিএ কমপক্ষে 3.00 থাকতে হবে এবং যেই গ্র্যাজুয়েট প্রোগ্রামে এডমিট হবে সেখানে প্রতি সেমিস্টারে সিজিপিএ 3.00 ধরে রাখতে হবে।
৩। Awards:
এগুলোর বাইরে Western Illinois University-তে আরও বেশ কিছু ছোট ছোট স্কলারশিপ আছে। স্কলারশিপগুলোতে অনেক ক্ষেত্রেই টিউশন ফি ওয়েইভ করে আবার কিছু ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ডও দেয়া হয়। এই স্কলারশিপগুলো হল-
- President Huang International Student Scholarship
- Rodney and Bertha Fink International Women’s Scholarship
- Bessie Meyers Scholarship
- Dr. In-Kon Kim Scholarship
- Francis and Peggy Davern International Scholarship
- WEOG Awards for International Students
- Ruth Hughes WESL Scholarship
- Redeemed Student Fellowship Scholarship
ডেডলাইন:
সাধারণত দুই সেশনে আবেদন করা যায়- Fall Semester (August) এবং Spring Semester (January). ডেডলাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করুন।
বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে-
প্রোগ্রামগুলোর বিস্তারিত পাবেন এখানে-
https://www.wiu.edu/academics/#
ফান্ডিংগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এখান থেকে-
https://www.wiu.edu/graduate_studies/international/finances.php
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc