যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন তারা জেনে থাকবেন যে বিজনেস ফ্যাকাল্টিতে Management সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো একটি সাবজেক্ট। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিজনেস বা অর্গানাইজেশন থেকে শুরু করে প্রায় প্রতিটি সেক্টরেই এই সাবজেক্টের অনেক ভালো ক্যারিয়ার আছে। বিদেশও এই সাবজেক্টের সমান কদর আছে। আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে Management রিলেটেড বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স এবং পিএইচডির জন্য ফুল-ফান্ড অফার করা হয়ে থাকে। নিচে Management থেকে ফান্ডিংসহ মাস্টার্স বা পিএইচডি করা যায় এমন ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের লিস্ট ও বিস্তারিত দিয়েছি। যারা এই সাবজেক্টের আছেন এবং আমেরিকাতে উচ্চশিক্ষায় আসতে চাচ্ছেন তাদের জন্য এই লিস্টটা অনেক হেল্পফুল হবে বলে আশা করছি।
Masters Of Technology Management at Bowling Green State University
PhD Program in Supply Chain Management at Arizona State University
PhD Program in Management at Arizona State University
Master’s Program in Global Supply Chain Management at Purdue University
Master’s Program in Human Resource Management at Purdue University
বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের বিশ্ববিদ্যালয় লিস্ট নিয়ে জানতে পারবেন এই লিংকগুলো থেকে-
Marketing-
Accounting-
Business Analytics-
MBA-
বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের আরও তথ্য জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-
Erasmus Mundus Scholarship নিয়ে কীভাবে Public Policy-তে উচ্চশিক্ষায় যাওয়া যায়-
ডাড স্কলারশিপ নিয়ে Public Policy এবং Development Management-এ জার্মানীতে উচ্চশিক্ষা-
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে Finance নিয়ে আমেরিকাতে মাস্টার্স-
বিদেশে উচ্চশিক্ষায় আসতে শুরু থেকে সকল প্রস্তুতি নিয়ে জানুন এই লাইভ সেশন এবং ভিডিওগুলো থেকে-
ইউনিভার্সিটি খুঁজে বের করা ও প্রফেসরকে ইমেইল করার ইফেক্টিভ উপায়-
আমেরিকায় উচ্চ-শিক্ষা নিয়ে ২৫+ প্রশ্নের উত্তর-
GRE ভালো স্কোরের টেকনিক। ৩৩৩ স্কোর করা আরাফাত ইকরামের কাছে জানুন-