University of Monash- Australia থেকে ফুল-ফান্ডসহ Law প্রোগ্রামে মাস্টার্স করার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। মিনিমাম সিজিপিএ ৩.০০।
২। Academic Transcript.
৩। English Proficiency:
- IELTS-6.5
- TOEFL – 79/120
- PTE- 58/90
৪। 2 টি রেকমেন্ডেশন লেটার।
৫। Personal Statement.
৬। Resume
৭। work experience.
Available Financial Aid:
Master’s in laws বিভাগের শিক্ষার্থীরা বিভিন্নভাবে ফুল-ফান্ড পেয়ে থাকে। যেমন- Monash international leadership scholarship এছাড়া বিভিন্ন ফেলোশিপ ও স্কলারশিপ পাবারও সুযোগ রয়েছে যেগুলো থেকেও ফুল-ফান্ড পাওয়া যায়। ভালো একাডেমিক স্কোর, Research Paper Publication, জব এক্সপেরিয়েন্স ইত্যাদি ফান্ডিং পেতে অনেক সাহায্য করে।
আরও বিস্তারিত তথ্য জানতে নিচের লিংক দেখতে পারেন।
https://www.shiksha.com/studyabroad/australia/universities/monash-university/master-of-laws
Law ব্যাকগ্রাউন্ডের অন্যান্য ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-
Development Studies থেকে Commonwealth স্কলারশিপ নিয়ে UK-তে মাস্টার্স-
USA-র Fulbright Scholarship নিয়ে International Development-এ আমেরিকাতে মাস্টার্স-
Environmental Management and Development নিয়ে অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?
Development Studies থেকে Oxford University-তে কীভাবে মাস্টার্সে যাবেন-