South Dakota State University থেকে School of Education, Counseling and Human Development বিভাগের অধীনে ফান্ডসহ এম.এড করার সুযোগ।
Application Requirements:
GRE: প্রয়োজন নেই
TOEFL: 79 ইন্টারনেট-ভিত্তিক
TOEFL essential: 8.5
IELTS: 6.5
Duolingo: 110
আবেদনের প্রক্রিয়াকরণ শুরু হওয়ার আগে আবেদনে অবশ্যই সমস্ত পোস্ট-সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সার্টিফিকেট , আবেদন ফি,এবং নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয় অন্যান্য উপকরণ অন্তর্ভুক্ত থাকতে হবে। গ্র্যাজুয়েট স্কুল একটি নির্দিষ্ট সময়সীমা প্রয়োগ করে, তবে, এটা সুপারিশ করা হয় যে শিক্ষার্থীরা ১৫ই এপ্রিলের পরে এবং বসন্তের আবেদনগুলি ১৫ই অক্টোবরের পূর্বে সম্পন্ন করে। শিক্ষার্থীদের নির্দিষ্ট ভর্তির সময়সীমার জন্য তাদের আগ্রহের প্রোগ্রামটি নির্বাচন করা উচিত। স্নাতকোত্তর ডিগ্রির আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুমোদিত স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
ভর্তির শর্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের লিংকে দেওয়া আছে
https://catalog.sdstate.edu/preview_program.php?catoid=48&poid=10923
Available Financial Aid:
1.Margaret McNamara Memorial Fund – এই অনুদানটি উন্নয়নশীল দেশগুলির নারীশিক্ষাকে সমর্থন করে- যারা উন্নয়নশীল দেশগুলিতে নারী ও শিশুদের জীবন উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ববর্তী অনুদান প্রাপকরা কৃষি, স্থাপত্য এবং নগর পরিকল্পনা, সিভিল ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, বনবিদ্যা, সাংবাদিকতা, নার্সিং, পুষ্টি, শিশুরোগ, জনপ্রশাসন, জনস্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান এবং সমাজকর্ম অধ্যয়ন করেছেন।
2.Rotary International Ambassadorial Scholarship Program – এই প্রোগ্রামটি বিভিন্ন দেশের মানুষের মধ্যে আন্তর্জাতিক বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে ডিজাইন করা হয়েছে। একাডেমিক-ইয়ার স্কলারশিপ রোটারি ফাউন্ডেশন ট্রাস্টিদের দ্বারা নির্ধারিত একটি প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষাবর্ষের (সাধারণত নয় মাস) পূর্ণ-সময়ের অধ্যয়নের জন্য। আবেদনকারীদের অবশ্যই কমপক্ষে দুই বছরের বিশ্ববিদ্যালয় বা কলেজ কোর্সের কাজ শেষ করতে হবে বা অবশ্যই মাধ্যমিক স্কুল শিক্ষা থাকতে হবে এবং বৃত্তি শুরু হওয়ার সময় কমপক্ষে দুই বছরের জন্য একটি স্বীকৃত পেশায় নিযুক্ত থাকতে হবে। সমস্ত আবেদনকারীদের অবশ্যই এমন একটি দেশের নাগরিক হতে হবে যেখানে একটি রোটারি ক্লাব রয়েছে। আবেদনকারীদের প্রাথমিকভাবে তাদের স্থায়ী বাসস্থান বা পূর্ণ-সময়ের অধ্যয়ন বা কর্মস্থলে অবস্থিত রোটারি ক্লাবের মাধ্যমে আবেদন করতে হবে।
3.Aga Khan Foundation – আগা খান ফাউন্ডেশন প্রতি বছর স্নাতকোত্তর অধ্যয়নের জন্য নির্বাচিত উন্নয়নশীল দেশের অসামান্য শিক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যক স্কলারশিপ প্রদান করে: জ্ঞান ও নেতৃত্বের বিকাশ করতে , কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে এবং যাদের লেখাপড়ার অর্থায়নের অন্য কোন উপায় নেই তাদের সহায়তা করতে। আগা খান ফাউন্ডেশন মাস্টার্স কোর্সগুলির আবেদনকে অগ্রাধিকার দেয় তবে পিএইচডি-র জন্য আবেদনগুলি বিবেচনা করে থাকে ; শুধুমাত্র অসামান্য ছাত্রদের ক্ষেত্রে যারা তাদের অধ্যাপকদের দ্বারা ডক্টরেট অধ্যয়নের জন্য সুপারিশপ্রাপ্ত এবং যাদের পিএইচডি প্রয়োজন।
ফান্ডিং সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের লিংকে দেওয়া আছে
https://www.sdstate.edu/international-affairs/funding-your-education
Program Application Deadlines:
- Fall Semester – April 15
- Spring Semester – October 15
কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে:
https://catalog.sdstate.edu/preview_program.php?catoid=48&poid=10923
সোস্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-
USA-র Fulbright Scholarship নিয়ে International Development-এ আমেরিকাতে মাস্টার্স-
অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন-P
Development Studies থেকে Oxford University-তে কীভাবে মাস্টার্সে যাবেন-
ডাড স্কলারশিপ নিয়ে Public Policy এবং Development Management-এ জার্মানীতে উচ্চশিক্ষা-
আইভি লিগের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশুনা নিয়ে জানুন এই ভিডিও থেকে-P
Development Studies থেকে ইন্ডিয়াতে পড়াশোনা-
International Relation থেকে ফিনল্যান্ডে পড়াশোনা-