University of Illinois- Chicago থেকে ফুল-ফান্ডসহ Business Administration থেকে মাস্টার্স করার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। মিনিমাম সিজিপিএ ৩.০০।
২। Academic Transcript.
৩। English Proficiency:
- IELTS- 6.5 overall 6
- TOEFL- 80
- PTE Academic- 54
৪। 2টি রেকমেন্ডেশন লেটার।
৫। Personal Statement.
৬। work experience
৭। Interview
Available Financial Aid:
Business Administration বিভাগের শিক্ষার্থীরা বিভিন্নভাবে ফুল-ফান্ড পেয়ে থাকে। বিভিন্ন Associateship/Teaching Assistantships এবং Employment-এর বদলে টিউশন ফি ওয়েইভার, স্টাইপেন্ড ইত্যাদি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ফেলোশিপ ও স্কলারশিপ পাবারও সুযোগ রয়েছে যেগুলো থেকেও ফুল-ফান্ড পাওয়া যায়। ভালো একাডেমিক স্কোর, Research Paper Publication, জব এক্সপেরিয়েন্স ইত্যাদি ফান্ডিং পেতে অনেক সাহায্য করে।
Deadlines: 15 April
আরো বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংকে ক্লিক করুন,
https://catalog.uic.edu/gcat/colleges-schools/business-administration/mba/mba/
https://grad.uic.edu/funding-awards/graduate-funding-overview/
বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-
বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের আরও তথ্য জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-
Erasmus Mundus Scholarship নিয়ে কীভাবে Public Policy-তে উচ্চশিক্ষায় যাওয়া যায়-
ডাড স্কলারশিপ নিয়ে Public Policy এবং Development Management-এ জার্মানীতে উচ্চশিক্ষা-
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে Finance নিয়ে আমেরিকাতে মাস্টার্স-
বিদেশে ব্যাচেলর করতে চাইলে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
কানাডায় স্কলারশিপ সহ অনার্স কিভাবে করবেন-
https://youtu.be/otWGu7u5HXw?si=zLCYMDLVkrApob_s
আমেরিকায় আন্ডারগ্রেডে এডমিশন ও স্কলারশিপ-