আমেরিকার George Mason University-তে Economics থেকে মাস্টার্স করার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। মিনিমাম সিজিপিএ ৩.০০।
২। Academic Transcript.
৩। English Proficiency:
- IELTS- 7 & 6.5 each subsection
- TOEFL- 88 & 20 each subsection
- Duolingo – 120
৪। ২ টি রেকমেন্ডেশন লেটার।
৫। Statement of Purpose.
৬। Resume/CV.
৭। Writing Sample.
৮। GRE score- Not required
Available Financial Aid:
Economics বিভাগের শিক্ষার্থীরা বিভিন্নভাবে ফান্ড পেয়ে থাকে। বিভিন্ন Associateship/Teaching Assistantships এর বদলে টিউশন ফি ওয়েইভার, স্টাইপেন্ড ইত্যাদি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ফেলোশিপ ও স্কলারশিপ পাবারও সুযোগ রয়েছে যেগুলো থেকেও ফুল-ফান্ড পাওয়া যায়। ভালো একাডেমিক স্কোর, Creative Work, জব এক্সপেরিয়েন্স ইত্যাদি ফান্ডিং পেতে অনেক সাহায্য করে।
Deadlines:
Fall Semester- February 15.
কোর্স এবং ফান্ডিং নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে-
https://economics.gmu.edu/programs/la-ma-econ
সোস্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-
Economics থেকে সুইডেনে উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত-
Economics এবং Theology থেকে তুরস্কে সরকারী বুরসলারি স্কলারশিপ নিয়ে মাস্টার্স ও পিএইচডি-
Economics থেকে অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়া ও PR পাওয়ার উপায় গুলো নিয়ে জানুন-
UK-র শেভেনিং স্কলারশিপ নিয়ে Economics থেকে UK-তে পড়াশোনা-