Arizona State University-তে রয়েছে Accountancy নিয়ে চার বছরের ফুল-ফান্ডিংসহ পিএইচডি করার সুযোগ।
Application Requirements:
১। ব্যাচেলর বা মাস্টার্সে মিনিমাম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
২। Official Academic Transcript.
৩। Personal Statement.
৪। CV/Resume.
৫। তিনটি রেকমেন্ডেশন লেটার।
৬। GMAT score.
৭। ইংরেজি দক্ষতার ক্ষেত্রে নিচের যেকোন একটি টেস্ট স্কোর থাকতে হবে-
· IELTS- 6.5
· TOEFL- 80
· PTE- 60
· Duolingo- 105
Funding Opportunities:
Accountancy বিভাগ থেকে অনেক ধরনের ফান্ডিং পাবার সুযোগ রয়েছে। Graduate Assistantship, Fellowship, Awards এবং Scholarship দেয়া হয়। Assistantship এবং Fellowship গুলো পেলে ফুল টিউশন ফি এবং লিভিং কস্ট কাভার করা যায়। তবে Award আর Scholarship গুলো সাধারণত এককালীন হয়ে থাকে যা শুধু কিছুটা টিউশন ফি কাভার করতে পারে। ফান্ডিং পেতে ভালো একাডেমিক স্কোর, পাবলিকেশন, কাজের অভিজ্ঞতা, ভালো IELTS বা GRE score ইত্যাদি অনেক সাহায্য করে।
কোর্স এবং ফান্ডিং নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এখান থেকে-
https://degrees.apps.asu.edu/masters-phd/major/ASU00/BAACCTPHD/accountancy-phd
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-