Purdue University-তে Marketing নিয়ে ফুল-ফান্ডেড মাস্টার্স করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে স্টেম অথবা নন-স্টেম উভয় ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাই এই মাস্টার্স প্রোগ্রামে অংশ নিতে পারবে।
Application Requirements:
১। সিজিপিএ-র ক্ষেত্রে স্টেম ব্যাকগ্রাউন্ডের হলে সর্বনিম্ন ২.৪ এর বেশি এবং নন-স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে হলে ২.৬ এর বেশি থাকতে হবে।
২। English Proficiency:
· IELTS- 7.5
· TOEFL- 93
৩। GMAT score 500 অথবা সমমানের GRE score থাকতে হবে।
৪। ২টি রেকমেন্ডেশন লেটার।
৫। ২টি Internship অথবা ১ বছরের Work Experience.
৬। Resume.
৭। Statement of Purpose.
৮। Personal Statement.
৯। Official Academic Transcript.
Funding Opportunities:
১। Assistantships:
Assistantship সাধারণত তিনভাবে দেয়া হয়। Teaching, Research এবং Administration. এক্ষেত্রে বিভিন্ন একাডেমিক, রিসার্চ এবং অফিসিয়াল কাজের দায়িত্ব পালন করতে হবে। এই ফান্ডিংগুলোতে মাসিক বেতন, টিউশন ওয়েইভার এবং হেলথ ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে। এগুলোতে আবেদনের ক্ষেত্রে Graduate Co-ordinator এর সাথে কথা বলে নিতে হবে।
২। Scholarships:
College of Business থেকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কিছু স্কলারশিপ দেয়া হয়ে থাকে। এগুলো সাধারণত মেরিট বেসজড যা শুধুমাত্র ভালো একাডেমিক স্কোরের ভিত্তিতেই প্রদান করা হয়। এই স্কলারশিপগুলোতে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের সময়সীমা:
Round-1: October 1
Round-2: November 17
Round-3: December 15
Round-4: March 15(Final International Applicants living outside of the U.S.)
Round-5: May 1
Final Round: June 15 (Domestic and International Applicants currently living in the U.S.)
কোর্স এবং ফান্ডিং নিয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিংক থেকে-
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-