University of Tennessee ১৭৯৪ সালের ১০ সেপ্টেম্বর আমেরিকার Knoxville, Tennessee-তে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে আমেরিকার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে University of Tennessee ১০৫তম অবস্থানে আছে। এটি একটি পাবলিক ল্যান্ড-গ্র্যান্ট বিশ্ববিদ্যালয়। এই রিসার্চ বিশ্ববিদ্যালয়টি R1 Doctoral University হিসেবে পরিচিত। এখানে অনেক উঁচুমানের রিসার্চ কাজ হয়ে থাকে।
নন-স্টেম প্রোগ্রামসমূহ:
মাস্টার্স:
- Accounting
- Anthropology
- Art
- Business Administration
- Business Analytics
- Business Cybersecurity
- Child and Family Studies
- Counseling
- Creative Writing
- Economics
- Education
- Educational Administration
- Educational Psychology
- English
- French
- Geography
- German
- History
- Law
- Management and Human Resources
- Marketing
- Music
- Philosophy
- Political Science
- Psychology
- Public Policy and Administration
- Recreation and Sport Management
- Social Work
- Sociology
- Spanish
- Supply Chain Management
- Teacher Education
- Theatre
পিএইচডি:
- Anthropology
- Business Administration
- Child and Family Studies
- Counselor Education
- Economics
- Education
- Educational Psychology and Research
- English
- Geography
- History
- Higher Education Administration
- Management Science
- Modern Foreign Languages
- Philosophy
- Political Science
- Psychology
- Retail, Hospitality and Tourism Management
- School Psychology
- Social Work
- Sociology
আবেদন করতে যা যা লাগবে:
১। ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি।
২। মিনিমাম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
৩। ইংরেজিতে দক্ষতার ক্ষেত্রে নিম্নোক্ত যেকোন একটি টেস্ট স্কোর থাকতে হবে:
- IELTS- 6.5 or higher
- TOEFL- 80 or higher
৪। Academic Transcript.
৫। Recommendation Letters.
৬। Statement of Purpose.
৭। Resume/CV.
৮। Essay. (optional)
৯। GRE (optional)
১০। Art Work Documents. (for artistic programs)
উপরোক্ত রিকোয়ারমেন্টগুলো প্রোগ্রাম অনুযায়ী আলাদা আলাদা হতে পারে।
আবেদনের সময়সীমা:
Fall Semester- February 1 (prior), May 15 (final).
Spring Semester- June 15 (prior), October 1 (final).
Summer Semester- October 15 (prior), February 15 (final).
আবেদনের সময়সীমা প্রোগ্রাম অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে।
স্কলারশিপ এবং ফান্ডিং সুবিধা:
১। Graduate Assistantships:
Teaching, Research এবং Administration পদে গ্রাজুয়েট আ্যাসিসটেন্টশিপগুলোই মূলত শিক্ষার্থীদের ফুল-ফান্ডিং পাবার প্রাইমারি সোর্স। এই ফান্ডিংগুলোর যেকোনো একটা পেলে একজন শিক্ষার্থীকে সপ্তাহে ১০-২০ ঘন্টা বিভিন্ন ধরনের একাডেমিক, রিসার্চ অথবা দাপ্তরিক কাজ করতে হবে। এক্ষেত্রে টিউশন এবং ইউনিভার্সিটির অন্যান্য ফি ওয়েইভার করা হয়ে থাকে। এর পাশাপাশি মাসিক স্টাইপেন্ড এবং হেলথ ইন্সুরেন্স সুবিধাও দেয়া হয়।
২। Graduate Fellowships and Awards:
বিশ্ববিদ্যালয়ের সকল গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি Fellowship এবং Award প্রোগ্রাম রয়েছে। এগুলোর কোনোটা ফুল-ফান্ডিং দেয় আবার কোনোটা শুধুই এককালীন। এই ধরনের ফান্ডিং সাধারণত খুব ভালো একাডেমিক স্কোর এবং অন্যান্য গ্র্যাজুয়েট টেস্টগুলোতে ভালো স্কোরের ভিত্তিতে দেয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডিতে যে সকল Fellowship এবং Award রয়েছে সেগুলোর তালিকা নিচে দেয়া হল:
- Endowed Graduate Fellowships
- Student Faculty Research Awards
- Tennessee Fellowships for Graduate Excellence
- Carolyn R. Hodges Graduate Fellowships
- Tennessee Doctoral Fellowships
- Graduate Fellowships
বিশ্ববিদ্যালয়টি নিয়ে আরও তথ্য পাবেন নিচের লিংকে-
প্রোগ্রামগুলোর বিস্তারিত আছে নিচের লিংকে-
https://catalog.utk.edu/content.php?catoid=44&navoid=8621
ফান্ডিংয়ের সকল তথ্য পাবেন এই লিংক থেকে-
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc