যারা আমেরিকায় এই সেশনে Anthropology-তে মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য এই ৭টি বিশ্ববিদ্যালয় অনেক ভালো সুযোগ হতে পারে। প্রতিটি বিশ্ববিদ্যালয়েই Anthropology থেকে ফান্ডেড মাস্টার্স করার সুযোগ আছে। নিচের লিংকগুলোতে প্রোগ্রামগুলোর বিস্তারিত তথ্যও পেয়ে যাবেন।
সোসিওলোজিতে মাস্টার্স করতে ৫টি ফুল-ফান্ডেড আমেরিকান বিশ্ববিদ্যালয়
MBA করতে ৯টি ফুল-ফান্ডেড আমেরিকান বিশ্ববিদ্যালয়
ইতিহাস নিয়ে মাস্টার্স করতে ৪টি ফুল-ফান্ডেড আমেরিকান বিশ্ববিদ্যালয়
পলিটিক্যাল সাইন্সে মাস্টার্স করতে ৪টি ফুল-ফান্ডেড আমেরিকান বিশ্ববিদ্যালয়
অর্থনীতিতে মাস্টার্স করতে ৫টি ফুল-ফান্ডেড আমেরিকান বিশ্ববিদ্যালয়
Social Work-এ মাস্টার্স করতে ১০টি ফুল-ফান্ডেড আমেরিকান বিশ্ববিদ্যালয়
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-