ইউরোপে উচ্চশিক্ষায় যাবার জন্য প্রধান ১০টি দেশের একটি হল ডেনমার্ক। সাধ্যের মধ্যে টিউশন ফি এবং পার্ট-টাইম জবের সুযোগ থাকায় বর্তমানে অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষার জন্য ডেনমার্ককে বেছে নিচ্ছে। এছাড়া ডেনমার্কের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফুল-ফান্ড পাবারও সুযোগ রয়েছে। সঠিক তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী সেগুলোতে আবেদন করতে ব্যর্থ হয়। তাই আজকে আলোচনা করব বর্ণাঢ্য সংস্কৃতির এই দেশে উচ্চশিক্ষায় আসতে সকল তথ্য পাবার ফ্রি-রিসোর্সগুলো নিয়ে।
ফেসবুক গ্রুপ:
Study in DENMARK???????? for Bangladeshi Students
Study in Denmark for Bangladeshi Students
Higher Study in Denmark from Bangladesh
ডেনমার্কের উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত জানতে এই গ্রুপগুলো অনেক সহায়ক। এই ফেসবুক গ্রুপগুলোতে ডেনমার্কে পড়ছেন এমন অনেক শিক্ষার্থী যুক্ত রয়েছেন। রুলস মেনে গ্রুপে পোস্ট করে তাদের থেকে যেকোন প্রশ্ন জেনে নেয়া যাবে। এছাড়া ফাইল সেকশন এবং পূর্ববর্তী পোস্টগুলো পড়ে অনেক তথ্য জানতে পারবেন।
ইউটিউব চ্যানেল এবং লাইভ সেশন:
উচ্চশিক্ষায় ডেনমার্কের অবস্থা সম্পর্কে হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা জানতে এই ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে পারেন। এই চ্যানেলগুলোতে ডেনমার্কের উচ্চশিক্ষা, জীবনমান এবং আবেদনের সকল তথ্য পেয়ে যাবেন।
স্কলারশিপ ওয়েবসাইট:
Danish Government Scholarship programme
ডেনমার্কে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের সরকার কর্তৃক একটি স্কলারশিপ প্রদান করা হয়। এই ওয়েবসাইটে স্কলারশিপটি নিয়ে সকল তথ্য পাবেন। এছাড়াও Erasmus Mundus স্কলারশিপ নিয়েও ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের একটি বড় অংশ বর্তমানে ডেনমার্কে পড়তে আসছে।
উন্নতমানের শিক্ষাব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধার কারণে বলাই যায় ডেনমার্ক উচ্চশিক্ষায় একটি নির্ভরযোগ্য দেশ। কিন্তু সঠিক তথ্যের অভাবে আমাদের দেশের অনেক শিক্ষার্থীই ডেনমার্কে উচ্চশিক্ষায় যেতে খুব একটা আগ্রহী হয় না। আশা করছি যারা ইউরোপীয় এই দেশে যাবার পরিকল্পনা করছেন তাদের এই রিসোর্সগুলো অনেক কাজে আসবে।
অন্যান্য দেশের ফ্রি-রিসোর্সগুলো পাবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc