The University of Texas at Dallas থেকে পাবলিক অ্যাফেয়ার্স প্রোগ্রামে ফান্ডসহ পিএইচডি করার সুযোগ রয়েছে।
এই প্রোগ্রামটি শুধুমাত্র কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা শিক্ষার্থীদের এডমিশনের সুযোগ দেয়। এক্ষেত্রে পাবলিক অ্যাফেয়ার্স বা সোশ্যাল সাইন্স এ মাস্টার্স থাকলে প্রাধান্য দেওয়া হয়।
মিনিমাম গ্র্যাজুয়েট GPA 3.0 এর পাশাপাশি GRE তে verbal সেকশনে মিনিমাম স্কোর 156 এবং quantitative সেকশনে মিনিমাম 152 প্রত্যাশিত।
এছাড়াও এপ্লাই করার সময় ১টি সিভি, ৩টি রেকোমেন্ডেশন লেটার এবং এপ্লিকেন্ট এর একাডেমিক ইন্টারেস্ট, রিসার্চ, টিচিং বা অন্যান্য প্রফেশনাল অবজেক্টিভ, কোনো পাবলিকেশন থাকলে সেটার বিবরণ, একাডেমিক ও প্রফেশনাল অর্গানাইজেশনের তালিকা, ফেলোশিপ, স্কলারশিপ বা অন্যান্য সম্মান প্রাপ্তির বর্ণনাসহ ১টি application essay সাবমিট করতে হবে।
Available Fundings:
Teaching and Research Assistantships
টিচিং অ্যাসিস্ট্যান্টদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টার জন্য নিযুক্ত করা হয়। স্টুডেন্টদের অবশ্যই মিনিমাম 9 ক্রেডিট-ঘন্টায় ইনরোল করতে হবে এবং প্রতিটি সেমিস্টারে অবশ্যই ভাল একাডেমিক স্ট্যান্ডিং এ থাকতে হবে। একজন গ্র্যাজুয়েট TA নির্ধারিত ফ্যাকাল্টি মেম্বারের নির্দেশে এক বা একাধিক কোর্সের শিক্ষাদানে সহায়তা করবে। তাদের নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।
গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের তাদের ফ্যাকাল্টির রিসার্চের কাজে সহায়তা করার জন্য প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের জন্য নিযুক্ত করা হয়। এক্ষেত্রেও RA নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।
এছাড়াও School of Economic, Political and Policy Sciences থেকে বেশ কিছু স্কলারশিপ এবং ফেলোশিপ অফার করা হয়।
Application deadlines:
Fall – January 15 (early) , May 1 (regular)
N.B: অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে ফান্ডিং সিকিউর করার জন্য শিক্ষার্থীদের 15 জানুয়ারি এর মধ্যে আবেদন করার নির্দেশ দেওয়া হয়।
For funding details-
বিস্তারিত জানতে ভিজিট করুন-
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-