University of Alabama-তে বিভিন্ন বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের Departmental Assistantships প্রদান করা হয়ে থাকে। এই Assistantship গুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে।
· Teaching Assistantship
· Research Assistantship
· Administrative Assistantship
এক্ষেত্রে Assistantship-ধারী একজন শিক্ষার্থীকে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এই Assistantship গুলোতে ফুল বা হাফ Tuition Fee Waiver করা হয়ে থাকে এবং সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে স্টাইপেন্ড দেয়া হয়ে থাকে। এছাড়াও Assistantship গুলো পেলে একজন শিক্ষার্থীর হেলথ ইন্সুরেন্সসহ অন্যান্য যাবতীয় খরচও কাভার হয়ে থাকে।
Assistantship-এ আবেদনের যোগ্যতা, নিয়মাবলি ও অন্যান্য যাবতীয় বিস্তারিত তথ্য নিচের লিংকে পাওয়া যাবে-
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-