Ohio university-তে আর্টস, সোস্যাল সাইন্স এবং বিজনেস স্টাডিজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি ফুল-ফান্ডিং এর সুযোগ রয়েছে। এই ফান্ডিংগুলোর বেশিরভাগই ফুল টিউশন ফি থেকে শুরু করে লিভিং কস্টসহ আরো অনেক কিছুই কাভার করে থাকে। এখানে ফান্ডিংগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
1. Graduate Appointments:
Graduate Appointments হিসেবে তিনভাবে ফান্ড প্রদান করা হয়ে থাকে- Teaching Assistantship, Research Assistantship এবং Graduate Assistantship. এই Graduate Appointments গুলো পেলে একজন শিক্ষার্থীকে Undergraduate-এর বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে Full Tuition fee waiver দেয়া হয়ে থাকে। এছাড়াও ভালো এমাউন্টের স্টাইপেন্ড এবং স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স সহ আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই Appointments গুলো প্রদানের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ভালো CGPA, minimum English Proficiency (iBT – 100 Composite, Speaking score of 24/ IELTS – 7.0 Composite, Speaking score of 7.0), GRE score, University Level Teaching-এ পূর্ব অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি বিবেচনা করা হয়ে থাকে।
2. Employment Opportunities:
Employment-এর ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 25-36 ঘন্টা করে Campus-based বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হবে। তবে Graduate Appointments-ধারী শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে 20 ঘন্টা এবং Summer Semester–এ 36 ঘন্টা করে কাজ করার সুযোগ পাবে। এক্ষেত্রে ভালো এমাউন্টের স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে যা Tuition Fee এবং অন্যান্য খরচ কাভার করতে সাহায্য করবে।
3. Student Enhancement Awards:
Student Enhancement Awards যা SEA নামেও পরিচিত যার অধীনে $6000 ডলার পর্যন্ত স্টাইপেন্ড পাবার সুযোগ রয়েছে। এই Award-টি সাধারণত বছরে একবার এককালীন প্রদান করা হয়ে থাকে। SEA একটি Merit-based scholarship এবং এক্ষেত্রে এপ্লিকেশনের মানও বিবেচনা করা হয়ে থাকে। Awardship পাবার জন্য একজন শিক্ষার্থীকে Ohio University–তে Full-time graduate হিসেবে এনরোল থাকতে হবে।
4. অন্যান্য Awards এবং Fellowships:
SEA ছাড়াও আরো অনেক ডিপার্টমেন্টাল Awardship-এর সুযোগ রয়েছে। এই Award গুলোর বেশিরভাগই সাধারণত এককালীন এবং বেশ ভালো এমাউন্টের স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক Fellowships প্রদান করা হয়ে থাকে যা প্রতি সেমিস্টার অন্তর অন্তর বা বছরে একবার দেয়া হয়ে থাকে। Fellowship গুলো শিক্ষার্থীদের ফুল টিউশন ফি এবং লিভিং কস্ট কাভার করতে সহায়তা করে থাকে।
Graduate Appointments নিয়ে বিস্তারিত রয়েছে নিচের লিংকে:
Employment Opportunities নিয়ে বিস্তারিত রয়েছে নিচের লিংকে:
Student Enhancement Awards নিয়ে বিস্তারিত রয়েছে নিচের লিংকে:
অন্যান্য Awards এবং Fellowships নিয়ে বিস্তারিত রয়েছে নিচের লিংকে:
১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-