Washington State University আমেরিকার একটি পাবলিক ল্যান্ড-গ্র্যান্ড রিসার্চ বিশ্ববিদ্যালয়। আমেরিকার ওয়াশিংটন স্টেটের পুলম্যানে ১৮৯০ সালের ২৮ মার্চে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি আমেরিকার ল্যান্ড-গ্র্যান্ড বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে পুরাতন। US News অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৭৮তম।
নন-স্টেমের ডিগ্রী প্রোগ্রামসমূহ:
মাস্টার্স প্রোগ্রামসমূহ:
Anthropology
Business Administration
Communication
Criminal Justice and Criminology
Curriculum and Instruction
Economics
Education
English
Fine Arts
History
Music
Political Science
Sport Management
Teaching
পিএইচডি প্রোগ্রামসমূহ:
Anthropology
American Studies and Culture
Accounting
Finance
Management
Marketing
Hospitality and Tourism
Management Information Systems
Operations and Management Science
Communication
Criminal Justice and Criminology
Economics
Education
English
History
Interdisciplinary Studies
Political Science
Psychology
Sociology
আবেদনের ন্যূনতম যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি।
২। সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
৩। GRE score (প্রোগ্রাম অনুযায়ী)
৪। ৩টি Recommendation Letter.
৫। একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৬। ইংরেজি ভাষা দক্ষতার স্কোর-
- IELTS- 6.5
- TOEFL- 75
- Duolingo- 105
ফান্ডিং এবং স্কলারশিপ সুবিধাসমূহ:
1. Assistantships:
বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ থেকেই Assistantships দেয়া হয়ে থাকে। গ্র্যাজুয়েট স্টুডেন্টরা সাধারণত RA/TA/GA/SA হিসেবে নিয়োগ পেয়ে এই Assistantship সুবিধাগুলো পায়। এক্ষেত্রে স্টুডেন্টদের ফুল টিউশন ফি ওয়েইভ করা হয়। এছাড়া মাসিক স্টাইপেন্ড এবং হেলথ ইন্স্যুরেন্স সুবিধাও প্রদান করা হয়।
2. Scholarships:
বিভিন্ন সোর্স থেকে ডোনেশন পাওয়া অর্থ দিয়ে এই স্কলারশিপগুলো দেয়া হয়। এগুলোকে সাধারণত Donor-funded Scholarships বলা হয়। স্কলারশিপগুলো একাডেমিক পারফর্মেন্স অথবা আর্থিক অসচ্ছলতার ভিত্তিতেও দেয়া হয়। নিচে এরকম স্কলারশিপগুলোর লিস্ট দেয়া হল:
- Richard R. and Constance M. Albrecht Scholarship
- Ann Chittenden Holland Award for Graduate Student Excellencein Diversity, Equity and Inclusion in STEM
- The Charles Allen Award for Graduate Student Excellence in Diversity, Equity and Inclusion in the social sciences, arts and humanities
- Karen P. DePauw Leadership Award
- Arnold and Julia Greenwell Memorial Scholarship for Social Sciences and Humanities
- Anne and Russ Fuller Fellowship for Interdisciplinary Research/Scholarship
- Graduate School Recruitment Scholarship for STEM Disciplines
- Graduate School Dissertation Year Fellowship
3. Internships:
Washington State University-তে পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপেরও সুযোগ রয়েছে। ইন্টার্নশিপগুলোর মাধ্যমে অভিজ্ঞতার পাশাপাশি কিছু আয় করারও সুযোগ থাকে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই ইন্টার্নশিপগুলো করার সুযোগ থাকে।
4. Fellowships:
মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য Fellowship-এর সুযোগও রয়েছে। এই ফেলোশিপগুলো টিউশন ফি, লিভিং কস্ট এবং অন্যান্য খরচও কাভার করে। ফেলোশিপগুলোর বেশ কয়েকটি Prestigious Fellowship হিসেবে পরিচিত।
5. Awards:
এই Award-গুলোর বেশিরভাগই এককালীনভাবে প্রদান করা হয়ে থাকে। সাধারণত একাডেমিক স্কোরের ভিত্তিতে এই Awardship গুলো দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের Graduate School এবং Graduate and Professional Student Association এই Awardship গুলোর আয়োজন করে থাকে।
বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত জানতে-
প্রোগ্রামগুলোর বিস্তারিত-
ফান্ডিং সম্পর্কিত বিস্তারিত তথ্য-
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc