SJMC গ্রাজুয়েট ফান্ডিং হিসেবে মূলত Teaching Assistantship এর সুযোগ প্রদান করে থাকে। এছাড়াও এই স্কুলের অধীনে সীমিত সংখ্যক Research Assistantship, Fellowship এবং Scholarship দেয়া হয়।
Teaching and Research Assistantships
এই ধরনের এসিস্টেন্টশিপের এপয়েন্টমেন্ট মুলত Director of the School of Journalism and Mass Communication তৈরি করে থাকেন। শিক্ষার্থীদের একাডেমিক ও প্রফেশনাল রেকর্ডের ভিত্তিতে এসিস্টেন্টশিপের জন্য বিবেচনা করা হয়। আবেদনকারীদের মধ্যে কারা সফল হয়েছেন তার ঘোষণা আসে ১৫ এপ্রিলের পূর্বে। এসিস্টেন্টশিপ পজিশনগুলো সাধারণত University এবং the United Electrical, Radio and Machine Workers of America Local 896/COGS এর মধ্যকার সম্পাদিত চুক্তি অনুসারে নির্ধারিত হয়। এসিস্টেন্টশিপ এপয়েন্টমেন্ট প্রতি শিক্ষাবর্ষে ৯ মাসের জন্য নির্ধারিত।
Eligibility of the Candidates
• ইতিমধ্যে কোর্সে এনরোল্ড
• ভালো একাডেমিক পারফর্মেন্স (অন্তত ৩.০ জিপিএ)
যোগ্য অবেদনকারীদের Spring Session এ পরবর্তী বছরের জন্য এসিস্টেন্টশিপ এপয়েন্টমেন্ট নিতে ইচ্ছুক কিনা তা জিজ্ঞাসা করা হয়। তবে এই আর্থিক অনুদানের ধারাবাহিকতা নির্ধারিত হয় শিক্ষার্থীর সন্তোষজনক ফলাফল , পূর্ববর্তী বছরের এসিস্টেন্টশিপ পারফরমেন্স, পর্যাপ্ত ফান্ড ও প্রোগ্রামের প্রয়োজনীয়তা আছে কিনা তার ওপর।
৪ বছর ব্যাপী PHD প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এই এসিস্টেন্টশিপের সুযোগ দেয়া হয়।
SJMC Support for Research and Travel
SJMC গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের এক বছরের জন্য ১৫০০ ডলার সমমূল্যের Research and Development Fund দিয়ে থাকে। এই অনুদান শিক্ষার্থীদের গবেষণা ও ভ্রমণ এর জন্য দেয়া হয়। এই ফান্ড পাওয়ার জন্য শিক্ষার্থীদের ফান্ডের ব্যবহার বিষয়ক পরিকল্পনাপত্র এডভাইজারের কাছে জমা দিতে হয় যা Director of Graduate Study কর্তৃক রিভিউ হয়। রোলিং বেসিসে প্রতি শিক্ষাবর্ষের শুরুতে এই ফান্ড দেয়া হয়। ফান্ডিং পেলে তা নির্ধারিত শিক্ষাবর্ষের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবহার করতে হবে।
এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন Outside Funding এর জন্যও আবেদন করতে পারে –
• Murry Research Grant for Graduate Students
• Easton Collaborative Research Award
• The Graduate College
• Research Support from the Graduate College
কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে:
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-