University of Alabama গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বেশ কয়েক ধরনের ফেলোশিপ অফার করে থাকে। তার মধ্যে Graduate Council Fellowships অন্যতম। এই ফেলোশিপটি মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এক বছরের জন্য প্রদান করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। যেমন-
এই ফেলোশিপের অধীনে আরো দুটি ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে।
1. David A. Francko Fellowship: এই ফেলোশিপটি পাঁচ বছর মেয়াদী এবং প্রতি বছর $২৫,০০০ ডলার স্টাইপেন্ড দিয়ে থাকে।
2. Capstone Graduate Council Fellowship: এই ফেলোশিপটি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য দুইভাবে দেয়া হয়। মাস্টার্স নমিনিদের দুই বছরের জন্য এবং পিএইচডি নমিনিদের একাডেমিক বছরের প্রথম, তৃতীয় ও পঞ্চম বছরে দেয়া হয়। এক্ষেত্রে একজন পিএইচডি শিক্ষার্থী একাডেমিকের বাকি দুই বছর অর্থাৎ একাডেমিকের দ্বিতীয় ও চতুর্থ বছর ডিপার্টমেন্টাল আ্যাসিসটেন্টশিপ পেয়ে থাকে।
ফেলোশিপ নিয়ে বিস্তারিত জানতে নিচের লিংক ভিজিট করূন-
আবেদনের যোগ্যতাসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে নিচের লিংকে-
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-