ভবিষ্যত শিক্ষাবিদরা শিক্ষার ক্ষেত্র এবং বয়সের স্তরের উপর ভিত্তি করে উক্ত School এর যেকোনো প্রোগ্রাম নির্বাচন করতে পারেন, যার মধ্যে অ্যাডভান্সড স্টাডিস, সার্টিফিকেট এবং এনডোর্সমেন্ট প্রোগ্রাম রয়েছে। যারা Organizational Leadership এ পড়াশুনা করছেন তারা কর্মক্ষেত্রে হিউমান ম্যানেজমেন্ট বিষয়ে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হবেন।
School of Education and Leadership এ ২টি ডিপার্টমেন্ট রয়েছে-
- Leadership Studies in Education and Organizations
- Teacher Education
এই পোস্টে Leadership Studies in Education and Organizations ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো এবং আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে।
★ যে সকল বিষয়ে মাস্টার্স করা যাবে:
- Educational Leadership – Teacher Leader: Curriculum and Instruction (M.Ed.)
- Instructional Design and Learning Technologies (M.Ed.)
- Leadership Development (M.S.)
- Student Affairs in Higher Education – Administration (M.Ed.)
মাস্টার্সে আবেদনের জন্য কিছু বেসিক admission requirements পূরণ করতে হবে:
- ব্যাচেলর ডিগ্রি
- ক্রমবর্ধমান আন্ডারগ্র্যাজুয়েট জিপিএ 2.7 বা তার বেশি
- প্রিভিয়াস গ্র্যাজুয়েট কোর্সওয়ার্কে জিপিএ 3.0 বা তার বেশি
➔ Educational Leadership – Teacher Leader: Curriculum and Instruction (M.Ed.): উপরের admission requirements গুলোর পাশাপাশি, Miller’s Analogy Test (MAT) অথবা Graduate Record Exam (GRE) টেস্ট স্কোর 50 শতাংশ বা তার বেশি হতে হবে (এক্ষেত্রে টেস্ট স্কোর মৌকুফ করা হবে যদি আন্ডারগ্র্যাজুয়েট জিপিএ 3 বা তার বেশি হয় অথবা এপ্লিকেন্টের যদি পূর্বের মাস্টার্স ডিগ্রি থাকে)।
➔ Instructional Design and Learning Technologies (M.Ed.): **উপরের admission requirements গুলোর পাশাপাশি, এপ্লিকেশনের সাথে একটি ১০০০ ওয়ার্ড বা ২ পেজের short essay দিতে হবে। এক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর দিয়ে essayটি লিখতে হবে।
➔ Leadership Development (M.S.): মিনিমাম ৩ বছরের ফুল টাইম বা সমমানের কাজের অভিজ্ঞতা, ২-৩ পেজের essay, সকল কলেজ ও ইউনিভার্সিটির অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, ২টি রেফারেন্স লেটার এবং ১টি resume জমা দিতে হবে। পাশাপাশি উপরে উল্লেখিত basic requirements গুলোও পূরণ করতে হবে।
➔ Student Affairs in Higher Education – Administration (M.Ed.): উপরে উল্লেখিত basic requirements গুলোর পাশাপাশি, সকল ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ২টি রেকমেন্ডেশন লেটার এবং resume বা CV সাবমিট করতে হবে। GRE/MAT টেস্ট স্কোর মৌকুফ করা হবে যদি আন্ডারগ্র্যাজুয়েট জিপিএ 3 বা তার বেশি হয় অথবা এপ্লিকেন্টের যদি পূর্বের মাস্টার্স ডিগ্রি থাকে।
★ যে সকল বিষয়ে পিএইচডি করা যাবে:
- Organizational Studies (Ed.D.)
আবেদনের জন্য কিছু requirements পূরণ করতে হবে:
- একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে education, leadership, human services বা সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি, ক্রমবর্ধমান জিপিএ 3.0 বা তার বেশি।
- দুই বছরের সফল প্রফেশনাল ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স যেমন, project leader, assistant manager, principal, education administration, classroom teacher with leadership role, associate director and/or personnel manager.
- বেসিক স্ট্যাটিসটিক্স এর দক্ষতা যেমন, মাস্টার্স ডিগ্রিতে কোর্সওয়ার্ক (ভর্তি হওয়ার 5 বছরের বেশি নয়) অথবা এমন একটি প্রফেশনে কাজ যেখানে স্ট্যাটিসটিক্স এর দক্ষতা প্রয়োজন। যদি কোনো এভিডেন্স না থাকে তবে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী একটি বেসিক স্ট্যাটিসটিক্স এর কোর্স করে নিতে পারে।
- একটি specified টপিকে বর্ণনামূলক প্রবন্ধ লিখতে হবে।
- TOEFL score of IBT 100/CBT 250/PBT 600, a score of 7.5 on the IELTS, or a score of 68 on the PTE for non-native speakers of English.
- আবেদনকারীর বর্তমান কাজ এবং/অথবা পূর্ববর্তী একাডেমিক অর্জনগুলি জানেন এমন ব্যক্তিদের কাছ থেকে ২টি রেকমেন্ডেশন লেটার।
কোর্স এবং ফান্ডিং নিয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন-
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-