Purdue University-তে পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরCharlotte W. Newcombe Doctoral Dissertation Fellowship দেয়া হয়। শুধুমাত্র সামাজিক বিজ্ঞান এবং মানবিক বিভাগের যেকোনো বিষয়ে পিএইচডিরত শিক্ষার্থীরাই এই ফেলোশিপে আবেদন করতে পারবেন। ফেলোশিপে আবেদনের জন্য অবশ্যই আমেরিকান কোনো গ্র্যাজুয়েট স্কুলের পিএইচডি শিক্ষার্থী হতে হবে। যেহেতু এটি একটি ডিজারটেশন ফেলোশিপ, তাই যেসকল শিক্ষার্থীরা ফিল্ড ওয়ার্ক বা অন্যান্য রিসার্চ কোর্স সম্পন্ন হয়েছে এমন স্টেজে আছেন তারাই কেবল আবেদন করতে পারবে। আমেরিকানদের পাশাপাশি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরাও ফেলোশিপে আবেদন করতে পারবে। তবে ফেলোশিপে আবেদন করার সময় অন্য কোনো ফেলোশিপের আওতায় থাকা যাবে না। ফেলোশিপটি সাধারণত ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয় এবং শুধু এক বছরের জন্যই প্রযোজ্য। ফেলোশিপের জন্য সিলেক্ট হলে এক বছরে$৩১,০০০ ডলারের স্টাইপেন্ড এবং ওই বছরের ইউনিভার্সিটি টিউশন ফি ওয়েইভার করা হয়ে থাকে।
ফেলোশিপে আবেদনের ডেডলাইন: November 15, 2023
ফেলোশিপ নিয়ে সকল বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিংকে-
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-