আমেরিকার Virginia স্টেটের একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি হল George Mason University. ১৯৪৯ সালে Fairfax County, Virginia-তে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ভালো রিসার্চ কাজের জন্য বিশ্ববিদ্যালয়টি R1 বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স এবং পিএইচডি লেভেলে ১৩২টি ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। US news-এর রিপোর্ট অনুযায়ী George Mason University বর্তমানে ৪৭৮তম স্থানে রয়েছে।
নন-স্টেমের সাবজেক্টসমূহ:
মাস্টার্স প্রোগ্রাম:
- Accounting
- Anthropology
- Art History
- Arts Education
- Arts Management
- Business Administration
- Business Analytics
- Communication
- Conflict Analysis and Resolution
- Counseling
- Creative Writing
- Criminal Justice
- Criminology, Law and Society
- Curriculum and Instruction
- Economics
- Education Leadership
- Educational Psychology
- English
- Finance
- Foreign Languages
- Global Affairs
- Global Commerce and Policy
- Health Systems Management
- Higher Education and Development
- History
- Interdisciplinary Studies
- International Security
- Management
- Marketing
- Middle East and Islamic Studies
- Music
- Organization Development and Knowledge Management
- Philosophy
- Political Science
- Psychology
- Public Administration
- Public Policy
- Social Work
- Sociology
- Special Education
- Taxation
- Visual and Performing Arts
পিএইচডি প্রোগ্রাম:
- Business Administration
- Communication
- Conflict Analysis and Resolution
- Criminology, Law and Society
- Cultural Studies
- Economics
- Education
- History
- Linguistics
- Music Education
- Musical Arts
- Political Science
- Psychology
- Public Policy
- Sociology
- Writing and Rhetoric
আবেদনের যোগ্যতা:
১। চার বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
২। ইংরেজি দক্ষতার ক্ষেত্রে নিম্নোক্ত যেকোনো স্কোরগুলোর একটি থাকতে হবে-
- IELTS- 7.0 (each section 6.5)
- TOEFL- 88 (each section 20)
- Duolingo- 120
- PTE- 67
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
- Academic Transcript (evaluated by NACES).
- English Language test scores.
- GRE/GMAT scores (optional).
- Two Recommendation Letters.
- Statement of Purpose.
- Resume/CV.
- Writing Sample (if required).
ফান্ডিং এবং স্কলারশিপের সুযোগসমূহ:
1. Awards:
George Mason University থেকে শিক্ষার্থীদের অনেকগুলো Internal এবং External Awards প্রদান করা হয়। Internal অ্যাওয়ার্ডগুলো বিশ্ববিদ্যালয় ডীন, প্রভোস্ট, একাডেমিক ডিপার্টমেন্ট ও বিভিন্ন ফ্যাকাল্টি গ্র্যান্ট থেকে দেয়া হয়। External Awardship গুলো সাধারণত বিভিন্ন সরকারী ফান্ড, অর্গানাইজেশন অথবা প্রাইভেট সেক্টর থেকে সংগ্রহ করে শিক্ষার্থীদের প্রদান করা হয়। এই ফান্ডিংগুলোর কোনোটি এককালীন আবার কোনো কোনোটি বছরে একবার বা সেমিস্টার হিসেবেও দেয়া হয়। External ফান্ডের বেশিরভাগই ফুল টিউশন ফি এবং লিভিং কস্টও কাভার করে থাকে।
2. Fellowship, Grants and Scholarships:
এই ধরনের ফান্ডিংগুলো বিভিন্ন একাডেমিক খরচ কাভার করতে সহায়তা করে। তবে টিউশন ফি খুব একটা কাভার করা যায় না। এগুলো সাধারণত মেরিট বেইজড হয় যা শিক্ষার্থীর একাডেমিক রেজাল্ট বা রিসার্চ স্টেজের উপর বিবেচনা করে দেয়া হয়ে থাকে।
3. Assistantships and Lectureships:
Assistantship গুলো সাধারণত বিভিন্ন পজিশনে দেয়া হয়। Research, Teaching, Administrative ইত্যাদি পজিশনগুলোতে শিক্ষার্থীরা ডিপার্টমেন্ট ভিত্তিক নিয়োগ পেয়ে থাকে। এই ফান্ডিংগুলো ফুল-ফান্ডিং হিসেবেই ধরা হয়। সপ্তাহে ১৫-২০ ঘন্টা কাজের বিনিময়ে ভালো এমাউন্টের স্টাইপেন্ডের পাশাপাশি ফুল টিউশন ফি ওয়েইভের সুযোগ থাকে।
বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে-
ফান্ডিং নিয়ে বিস্তারিত পাবেন এই লিংকে-
https://graduate.gmu.edu/financial-support
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc