আমেরিকার Purdue University থেকে পিএইচডি শিক্ষার্থীদের প্রতি বছরACLS Mellon Dissertation Innovation Fellowship প্রদান করা হয়। ফেলোশিপটির সকল স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ সুবিধাMellon Foundation থেকে দেয়া হয়ে থাকে। এই ফেলোশিপটি পেতে একজন শিক্ষার্থীকে অবশ্যই পিএইচডিতে অধ্যয়নরত হতে হবে এবং সোস্যাল সাইন্স বা আর্টসের শিক্ষার্থী হতে হবে। ফেলোশিপে আবেদনের জন্য পিএইচডির দুই বছরের কোর্সওয়ার্ক সম্পূর্ণ শেষ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র পিএইচডির দ্বিতীয় বর্ষের পরেই আবেদন করা যাবে। এক্ষেত্রে অ্যাওয়ার্ড হিসেবে এক বছর$৪০,০০০ ডলার প্রদান করা হবে। এছাড়া প্রজেক্ট রিসার্চ, বিভিন্ন ট্রেনিং, উন্নয়ন ও যাবতীয় যাতায়াত খরচ বাবদ$৮,০০০ ডলার এবং মেন্টরশিপের জন্য$২,০০০ ডলার দেয়া হবে।
ফেলোশিপে আবেদন এবং অন্যান্য বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে–
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-