East Tennessee State University তে Studio Art প্রোগ্রামে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ রয়েছে। এই প্রোগ্রামে যেসব এরিয়ায় specialization এভেইলেবল রয়েছে তা হলো: Ceramics, Drawing, Fibers, Graphic Design, Jewelry/Metalsmithing, Extended Media, Painting, Photography, Printmaking, and Sculpture
Admission requirements:
- কোনো স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটির ব্যাচেলর ডিগ্রিসহ সকল অফিসিয়াল কলেজ ট্রান্সক্রিপ্ট। আন্ডারগ্র্যাজুয়েটে আর্ট মেজর বা সমতুল্য কোনো সাবজেক্টে মেজর থাকতে হবে
- সকল আন্ডারগ্র্যাজুয়েট আর্ট কোর্সে মিনিমাম জিপিএ 3.0 থাকতে হবে
- 1টি Statement of Purpose
- ৩টি recommendation letter
- A Resume of curriculum vitae
- Letter of intent
- Portfolio of work
Application deadline:
Fall – February 1 (Applications accepted from Sept 15 to Feb 1)
Available scholarships:
1. Graduate Assistantships and Tuition Scholarships
গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টদের ক্যাম্পাসে প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে হয় এবং তারা 9 মাসের জন্য tuition assistance এবং একটি monthly stipend পাবে। টিউশন স্কলারশিপ প্রাপ্তদের প্রতি সেমিস্টারে 120 ঘন্টা কাজ করার বাধ্যতা রয়েছে। এছাড়াও এই স্কলারশিপ একজন শিক্ষার্থীর ফুল টিউশন ফি মওকুফ করতে পারে। কিন্তু অন্যান্য সকল খরচ স্টুডেন্টদের নিজেদের বহন করতে হবে।
GA/TS Eligibility:
- শিক্ষার্থীদের fall এবং spring সেমিস্টারে কমপক্ষে 9 graduate credit hours এর জন্য রেজিস্টার করতে হবে।
- ক্যাম্পাসে অন্য কোনো কাজে নিয়োগ থাকা যাবে না
- শিক্ষার্থীদের অবশ্যই 3.0 GPA মেইনটেইন করতে হবে
- tuition scholarship পজিশনের জন্য applicant দের অবশ্যই ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে হবে
2. Academic Merit Scholarship
মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের প্রতি একাডেমিক ইয়ারে সর্বোচ্চ $5000 পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপটি অন্যান্য স্কলারশিপ যেগুলো টিউশন ফি কভার করে যেমন- গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, গ্র্যাজুয়েট টিউশন স্কলারশিপ, গভর্নমেন্ট ফান্ডিং ইত্যাদির সাথে কম্বাইন্ড হবে না।
Eligibility criteria:
- F-1 or J-1 student visa
- Record of academic achievements.
- Minimum 3.0 undergraduate GPA on the US 4.0 scale
3. Sister Cities International Student’s Scholarship
সর্বোচ্চ $500 পর্যন্ত দেওয়া হয়। এটি একটি এককালীন অ্যাওয়ার্ড যা শুধুমাত্র fall term এ প্রযোজ্য।
Eligibility criteria:
- F-1 status
- এপ্লিকেশনের সময় অন্তত একটি সেমিস্টার কমপ্লিট থাকতে হবে
- মিনিমাম ETSU গ্রেড পয়েন্ট এভারেজ 3.5 থাকতে হবে
- full time enrolled হতে হবে
কোর্স এবং ফান্ডিং নিয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন-
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-