The University of Texas at Dallas থেকে শিক্ষার্থীদের পড়াশুনায় আর্থিক সহায়তার জন্য বিভিন্ন ধরণের গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপস অফার করা হয়। নির্দিষ্ট কিছু দায়িত্ব পালনের বিনিময়ে শিক্ষার্থীদের পেমেন্ট দেওয়া হয়। তবে পূর্বশর্ত হচ্ছে অবশ্যই মিনিমাম 9 ঘন্টার জন্য এনরোলড হওয়ার পাশাপাশি প্রতি সেমিস্টারে ভাল একাডেমিক পজিশনে থাকতে হবে।
Teaching Assistantship:
টিচিং অ্যাসিস্ট্যান্টদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কাজে সাহায্য করার জন্য প্রতি সেমিস্টার বেসিসে প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টার জন্য নিযুক্ত করা হয়। একজন TA নির্ধারিত ফ্যাকাল্টি মেম্বারের নির্দেশে এক বা একাধিক কোর্সের শিক্ষাদানে সহায়তা করবে।
Research Assistantship:
রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের প্রতি সপ্তাহে সর্বাধিক 20 ঘন্টা কাজের জন্য নিযুক্ত করা হয় এবং তারা তাদের ফ্যাকাল্টির রিসার্চে সহায়তা করে, যা তাদের শিক্ষাগত বিষয়গুলোর সাথে সম্পর্কিত। রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের সাধারণত ইন্ডিভিজুয়াল রিসার্চ গ্র্যান্ট বা এক্সটার্নাল ফান্ড থেকে অর্থ প্রদান করা হয় এবং প্রতি সেমিস্টার বেসিসে এপয়েন্ট করা হয় ।
TA/RA resources: https://graduate.utdallas.edu/current_students/ta_ra_resources/?fbclid=IwAR3weVsbmThCTFqkQKKEPv80jDCrDnyyFfNTYu48yq40UihLrKtttOCi6W8
অন্যান্য ফান্ডিং অপর্চুনিটি সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন:
এছাড়াও ফিনান্সিয়াল এইডের জন্য এপ্লাই করার উপায় এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যপারে বিস্তারিত Office of Financial Aid এর ওয়েবসাইটে পাওয়া যাবে,
https://finaid.utdallas.edu/?fbclid=IwAR0WriUACWEo8lQKzAUxaFalEh8CpWSxxLut-6jSsSZDilBBRh0uT2PVGiU
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-