তুরস্কের বুরসলারি স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বহুল পরিচিত একটি সরকারি স্কলারশিপ। বর্তমানে এই স্কলারশিপটি তুরস্কের সরকার কর্তৃক প্রদানকৃত সবচেয়ে বড় স্কলারশিপ। ১৯৯২ সাল থেকে তুরস্কে শুধুমাত্র বিদেশী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ দেয়ার জন্য এই স্কলারশিপটি চালু করা হয়। পৃথিবীর ১৭৮টি দেশের ১৬৫,৫০০ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তুরস্কের ১০৫টি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০০ এর মতো স্কলারশিপ প্রোগ্রামে এনরোল করে। স্কলারশিপটি অনার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই স্কলারশিপের অধীনে এক বছরের তুর্কি ভাষা শেখার কোর্স রয়েছে যা বাধ্যতামূলক করা হয়েছে।
স্কলারশিপটির সুবিধাসমূহ:
- ফুল টিউশন ফি কাভার করবে।
- ফ্রি থাকার জায়গা বা ডর্মেটরির ব্যবস্থা রয়েছে।
- মাসিক স্টাইপেন্ড।
- যাতায়াত খরচ।
- হেলথ ইন্সুরেন্স।
আবেদনের যোগ্যতা:
- তুরস্ক ছাড়া অন্য যেকোন দেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- আবেদনের সময় তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা যাবে না।
- বয়সের ক্ষেত্রে ব্যাচেলরে ২১ বছরের নিচে, মাস্টার্সে ৩০ বছরের নিচে এবং পিএইচডিতে ৩৫ বছরের নিচে হতে হবে। এছাড়া রিসার্চ স্কলারশিপ প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৪৫ বছরের নিচে হতে হবে।
- ব্যাচেলরে আবেদনের জন্য একাডেমিক স্কোর সর্বনিম্ন ৭০%, মাস্টার্স এবং পিএইচডিতে আবেদনের জন্য ৭৫% থাকতে হবে। যে সকল শিক্ষার্থী হেলথ সাইন্সের সাবজেক্টগুলোতে আবেদন করতে চায় তাদের একাডেমিক স্কোর সর্বনিম্ন ৯০% থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- ভ্যালিড পাসপোর্ট বা আইডি কার্ড।
- ছবি।
- ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র। (IELTS/TOEFL)
- রিসার্চ প্রপোজাল। (পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে)
- GRE/GMAT/SAT স্কোর।
সিলেকশনে যে বিষয়গুলো বিবেচনা করা হয়:
- ভালো একাডেমিক স্কোর।
- এক্সট্রা কারিকুলাম এ্যাকটিভিস থাকা।
- ভালো মোটিভেশন লেটার।
- ইন্টারভিউতে ভালো পার্ফরমেন্স। (১৫-৩০ মিনিটের হয়ে থাকে)
স্কলারশিপ এবং ডেডলাইনস নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে-
https://www.turkiyeburslari.gov.tr/
বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-
তুরস্কের বুরসলারি স্কলারশিপ নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওগুলো থেকে-
তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি-
তুরস্কের সরকারি স্কলারশিপ বুরসলারি সহ তুরস্কে অনার্স-