Boise State University তে Visual Arts বিভাগে রয়েছে ফুল-ফান্ডেড মাস্টার্স করার সুযোগ।
Application Requirements:
1. Minimum CGPA 3.00 out of 4.00 scales.
2. Official Academic Transcript (evaluated by WES)
3. Minimum English Proficiency Score:
· IELTS: 6.5
· TOEFL: 550 (Paper-based)/80 (Internet-based)
4. Three Recommendation Letters
5. Statement of Purpose (Less than 500 words)
6. Personal Statement
7. CV/Resume
8. A complete portfolio with 20 images or videos (created within the past three years)
9. Foundational Coursework in Modern and/or Contemporary Art History
Available Financial Aid:
1. Graduate Teaching Assistantships:
Art, Design and Visual Studies বিভাগ থেকে Graduate Assistantship পেলে একজন শিক্ষার্থী একটি ভালো এমাউন্টের মাসিক স্টাইপেন্ড, স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স এবং Full Tuition Fee Waiver সহ আরো সুযোগ সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে 20 ঘন্টা Art, Design and Visual Studies বিভাগে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এই Assistantship পাওয়ার জন্য ভালো CGPA বা GRE score এবং যোগাযোগ দক্ষতা বোনাস হিসেবে কাজ করবে।
Application Deadlines:
Fall- 31 January of each year (only fall semester open)
কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে:
আর্টস ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে আর্টস ফ্যাকাল্টির সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-