Graduate Assistantship
GA পজিশন সাধারনত ঘন্টাভিত্তিক ওয়েজ নির্ধারন করে। প্রতি সপ্তাহ ১০-২০ ঘন্টা কাজের বিনিময়ে টিউশন রেমিশন ধার্য হয়। এই সুবিধা পূর্ন ১৬ সপ্তাহব্যাপী সেমিস্টারের জন্য প্রযোজ্য। তবে একজন GA ক্যান্ডীডেট অন্যান্য অর্থনৈতিক সুবিধার (যেমন- Xavier Grant, Scholarship, Tuition Discount) জন্য বিবেচিত হবে না।
GA পোস্টিং এর জন্য Office of the Graduate School বরাবর আবেদন করতে হয়। GA পজিশনের জন্য পোস্টিং ডেট – প্রতিবছর ১ মার্চ। রেজিস্টার্ড গ্রাজুয়েট শিক্ষার্থীরা XU ই-মেইল একাউন্টের মাধ্যমে GA সংক্রান্ত বার্তা পেয়ে থাকে।
Office of the Graduate School সম্পর্কে জানতে ভিজিট ক্রুন –
History or English Education এ MA করার জন্য যে যে ডকুমেন্ট Office of Graduate Admission বরাবর পাঠাতে হয়-
১। ফি সহ পূরণকৃত পূর্ণাংগ এপ্লিকেশন
২। পূর্ববর্তী গ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট কোর্স ওয়ার্ক সহ অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট
৩। MAT অথবা GRE টেস্ট স্কোর। পূর্বের GRE score থাকলে Xavier University এর 1 888 GRE-SCORE বরাবর পাঠাতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন-
সোস্যাল সাইন্স ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে সোস্যাল সাইন্স ও আর্টসের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-