মালয়েশিয়া সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রতি বছর MIS স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপটি এশিয়ান দেশগুলোসহ আরো বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীরা পেয়ে থাকে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সাধারণত মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপটি দেয়া হয়ে থাকে। এই স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ার ২০টি পাবলিক এবং ৪টি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পিএইচডি করা যাবে।
যে সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে-
- ASEAN countries
- Morocco
- Commonwealth countries
- Palestine
- Afghanistan
- Qatar
- Algeria
- Saudi Arabia
- Azerbaijan
- Senegal
- China
- South Korea
- Egypt
- Syria
- Georgia
- Tajikistan
- Hong Kong
- Tunisia
- Iran
- Turkey
- Iraq
- Turkmenistan
- Jordan
- United Arab Emirates
- Kazakhstan
- Uzbekistan
- Libya
- Yemen
যে সকল সাবজেক্টে আবেদন করা যাবে-
- Education
- Arts and Humanities
- Social Sciences, Journalism and Information
- Business, Administration and Law
- Natural Sciences, Mathematics and Statistics
- Information and Communication Technologies
- Engineering, Manufacturing and Construction
- Agriculture, Forestry, Fisheries and Veterinary
- Health and Welfare (not including medicine, nursing and pharmacy)
যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে-
- Universiti Teknologi Malaysia (UTM)
- Universiti Sains Malaysia (USM)
- Universiti Putra Malaysia (UPM)
- Universiti Malaya (UM)
- Universiti Teknologi Mara (UiTM)
- Universiti Islam Antarabangsa Malaysia (UIAM/IIUM)
- Universiti Utara Malaysia (UUM)
- Universiti Kebangsaan Malaysia (UKM)
- Universiti Tun Hussein Onn Malaysia (UTHM)
- Universiti Teknikal Malaysia Melaka (UTEM)
- Universiti Sains Islam Malaysia (USIM)
- Universiti Pendidikan Sultan Idris (UPSI)
- Universiti Malaysia Terengganu (UMT)
- Universiti Malaysia Sabah (UMS)
- Universiti Malaysia Pahang (UMP)
- Universiti Malaysia Sarawak (UNIMAS)
- Universiti Malaysia Perlis (UNIMAP)
- Universiti Sultan Zainal Abidin (UNISZA)
- Universiti Pertahanan Nasional Malaysia (UPNM)
- Universiti Malaysia Kelantan (UMK)
- Universiti Teknologi Petronas (UTP)
- Universiti Tenaga Nasional (UNITEN)
- Multimedia University (MMU)
- INCEIF University (INCEIF)
আবেদনের যোগ্যতাসমূহ-
- বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ে ফুল-টাইম মাস্টার্স বা পিএইচডিতে ভর্তি হতে হবে।
- মাস্টার্সের ক্ষেত্রে ৪০ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ৪৫ বছরের বেশি বয়সী হওয়া যাবে না।
- মাস্টার্স এবং পিএইচডি উভয়ক্ষেত্রে ব্যাচেলর বা মাস্টার্সের সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
- ইংরেজি দক্ষতার ক্ষেত্রে IELTS-এ ন্যূনতম ৬.০ এবং TOEFL-এ ন্যূনতম ৫৫০ স্কোর থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-
- পাসপোর্টের স্ক্যান করা কপি।
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র।
- ২টি রেকমেন্ডেশন লেটার।
- মালয়েশিয়ান ইউনিভার্সিটির এডমিশন লেটার।
- সিভি।
- ১০০০ শব্দের একটি রিসার্চ প্রপোজাল।
স্কলারশিপটির সুবিধাসমূহ-
- ফুল টিউশন ফি কাভার করবে।
- লিভিং কস্ট হিসেবে মাসিক ১,৫০০ রিংগিত স্টাইপেন্ড দেয়া হবে।
ডেডলাইনস এবং আবেদন সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন নিচের লিংক থেকে-
https://biasiswa.mohe.gov.my/INTER/index.php
মালয়েশিয়ার উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো নিচের ব্লগে পাবেন-
বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে একত্রে জানতে পারবেন এই ব্লগে-
মালয়েশিয়াতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখে নিতে পারেন-