১. এপ্লিকেশন ডেডলাইন যত দূরেই থাকুক, দ্রুত এপ্লিকেশন শেষ করুন। কারণ ফান্ড এর জন্য যাদের কন্সিডার করে, তাদের জন্য আলাদা ডেডলাইন থাকে।
২. ফান্ডিং সেন্ট্রাল হউক বা প্রফেসরের হাতে থাকুক, র্যান্ডম এপ্লাই করার আগে ডিপার্টমেন্ট এর কারো না কারো সাথে যোগাযোগ করুন। কথা বলা থাকলে ও প্রফেসর /গ্র্যাড কোর্ডিনেটর আপনাকে চিনলে ভালো।
৩. মাস্টার্স প্রোগ্রামে এপ্লাই করলে এমন ডিপার্টমেন্ট এ করেন যেখানে সে সাব্জেক্ট এ পিএইচডি নেই। কারণ পিএইচডি থাকলে মাস্টার্স এ ফান্ডিং বেশির ভাগ ক্ষেত্রে কম দেয়।
৪. যদি ডিপার্টমেন্ট থেকে ফুল ফান্ড না দিয়ে পার্শিয়াল ফান্ড দেয়, সেক্ষেত্রে সব সময় ফুল ফান্ডের জন্য রিকুয়েষ্ট করবেন। অনেক ক্ষেত্রে কাজ করে।
৫. ডিপার্টমেন্ট/ভার্সিটির কিছু এক্সট্রা স্কলারশিপ থাকে রেগুলার এর বাইরে, সেগুলা এক্সপ্লোর করা ভালো।মাঝে মাঝেই ভালো এমাউন্টের স্কলারশিপ পাওয়া যায়।
মূল কথা হলো, ম্যাক্সিমাম স্কলারশিপ সিকিউর করতে পারাটাই স্বার্থকতা।সেটা যেভাবেই হউক।