প্রতিদিন আমরা নিজেদের কাছেই কতবার হেরে যাই হিসেব করিনা। আজ শুরু করবো তো কাল করতে করতে সম্পূর্ণ নিজেদের কন্ট্রোলে থাকা একটা কাজ বছর পরেও হয়তো শুরু করতে পারিনা। একটা ছোট অভ্যাস পাল্টাতে যুগ পার করে দেই। বুঝি যে একটা জিনিস নিজের জন্যই খারাপ, তবুও কন্টিনিউ করেই যাই! জানি যে জবের প্রস্তুতি না নিলে বেকার থাকবো, তবুও সিরিয়াস হইনা! নিশ্চিৎ ফেইল করবো জেনেও বই হাতে না নিয়ে স্মার্টফোনে ডুবে থাকি!
কেন পারিনা আমরা? হয়তো এ একটা পরিবর্তনে অন্য কারও কোন বাঁধা নেই। শুধু নিজের ছোট একটা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেয়া দরকার, কিন্তু হয়না কেন? নিজেরাই নিজেদের ইচ্ছের কাছে হার স্বীকার করি, গোলাম বনে থাকি! হয়ে যাক জীবন ধ্বংস কিন্তু নিজেদের কম্ফোর্ট জোন ছাড়া কেন জানি আমাদের অনেকের কাছে অসম্ভব!
নিজের কাছে বার বার হেরে যাওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেলে আর কোন মোটিভেশন, কারও গাইডলাইন বা অন্য কিছুই কাজ করেনা। কারণ, এটাকে আমরা লজ্জ্বার মনে করিনা, কিন্তু আসলেই তো লজ্জ্বা পাওয়ার কথা! কিন্তু কেন জানি পায়না!