রেজাল্ট ভালো হয়েও দেশে পলিটিক্যাল কারণে ভার্সিটির শিক্ষক হতে পারছেন না তো কি, বিদেশে এর চেয়ে অনেক ভালো ভার্সিটিতে শিক্ষক হবেন!! প্রায়ই শুনি পোলাপানের কাছে যে নিয়োগ কয়েক বছর আটকায়া আছে আর ফার্স্ট হয়েও রাজনৈতিক সুপারিশ না থাকার কারণে শিক্ষক হিসেবে নেয় নাই! এ ট্রেন্ড প্রায় সব পাব্লিক ভার্সিটিতে কমন। হতাশ হয়ে একটা ছেলে সুইসাইড ও করেছিলো! নিজের যোগ্যতার দাম সবাই চায় আর এটা সে ডিজার্ভ করে।
কিন্তু এ শিক্ষক হওয়াই কি সব! যোগ্যতা থাকার পর ও নিলনা, হতাশ না হয়ে অন্য পথ খোজেন। একাডেমিয়া তে থাকার প্ল্যান থাকলে বাইরে পিএইচডি করে শিক্ষক হওয়া যায়। লাগবেনা রাজনৈতিক লিংক অথবা শিক্ষক হয়ে লাল-নীল-সাদা দলের হতে বাধ্য হওয়া অথবা লেজুড়বৃত্তি করে টিকে থাকা।
আর যারা শিক্ষক হয়েছে এভাবে, তাদের ভেতরের খোজ নিয়ে দেখলেও জানা যাবে কতটা ভালো আছে! যেভাবে মনে করা হয় যে কোন ভাবে শিক্ষক হয়ে গেলেই খালি আরাম, তাদের কাছ থেকে একটু ভেতরের মতামত নিয়েন।বেশি কিছু বললাম না, তবে আপনি যোগ্য হলে দুনিয়ার কোথাও না কোথাও দাম পাবেনই।