অন-ক্যাম্পাস জব নিয়ে আমরা অনেকেই জানি। আসলে এ কাজ গুলো কি যেগুলা স্টুডেন্ট রা করে? এ জব গুলা হলো ইউনিভার্সিটির বিভিন্ন অফিসে চাকুরী। এখানে প্রতিটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট রা কাজ করে! একাডেমিক ডিপার্টমেন্ট ছাড়া ও আর কোথায় কোথায় অন-ক্যাম্পাস জব থাকে দেখে নেই-
– লাইব্রেরী
– জিমনেশিয়াম
– সুইমিং পুল
– ডাইনিং হল
– বিভিন্ন এসোসিয়েশন
– ক্যারিয়ার সার্ভিস অফিস
– ফুড প্যান্ট্রি
– ক্যাম্পাসের যে কোন প্রতিষ্ঠান
তার মানে প্রায় সব গুলা জায়গায় স্টুডেন্ট রা কাজ করার সুযোগ পায়। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ পায়। এর বাইরে লিগ্যালি কাজ করার কোন স্কোপ নেই। তবে, এমন কাউকে দেখিনি যে গ্র্যাজুয়েট এ্যাসিস্ট্যান্টশিপ বা এমন কিছু না পেলে অন্তত ক্যাম্পাসে জব পায়নি। স্যালারি হয় ঘণ্টা হিসেবে। একটা প্রশ্ন অনেকেই করে যে এ অন-ক্যাম্পাস জব দিয়ে কি টিউশন ফি দিয়ে চলা যাবে? উত্তর হলো না। এ টাকায় সর্বোচ্চ থাকা-খাওয়া সম্ভব! এর বেশি না।