কোন ভার্সিটিতে চান্স পেলাম বা পেলাম না এটা কারো ভবিষ্যত নির্ধারণ করেনা। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করে যে, ভার্সিটি প্রাধান্য দিব নাকি সাব্জেক্ট? আমার মতামত হলো সাব্জেক্ট/ডিপার্টমেন্ট কে বেশি ভ্যালু দেয়া দরকার। কেন বললাম, কারণ আপনি ভালো একটা পাব্লিক বিশ্ববিদ্যালয়ে নরমাল/শেষের দিকে একটা সাব্জেক্টে না ভর্তি হয়ে অন্য কোথাও প্রস্পেক্ট আছে এমন সাব্জেক্টে পড়া ভালো।
খুব ভালো প্রতিষ্ঠান গ্রুমিং এ কিছু হেল্প করতে পারে, বাকি প্রস্তুতিটা কিন্তু নিজেকেই নিতে হয়। ক্যারিয়ারের জন্য নিজেকে ইকুইপড করতে চেষ্টাটা নিজেকেই করতে হয়। বিদেশে এপ্লাই করার জন্য ভার্সিটি বেশি ম্যাটার না সাব্জেক্ট? এগেইন সাব্জেক্ট। ভাল জায়গা থেকে এমন কোন সাব্জেক্টে পড়লেন যেটা বিদেশের ভার্সিটিতে নেই অথবা ফান্ড নেই। সেটার চেয়ে অবিখ্যাত কোন ভার্সিটি থেকে ভালো সাব্জেক্টে পড়া বেটার বিদেশে স্কলারশিপ এর জন্য।
তবে খেয়াল রাখতে হবে ভার্সিটি যেন সরকারের এপ্রুভড হয়। আমি কিছু প্রাইভেট ভার্সিটির কথা বলছি যেগুলা রেজিস্ট্রেশন এর জন্য আটকে যায়। ন্যাশনাল নিয়ে কোন সমস্যা নেই, ভালো প্রাইভেট নিয়ে ও সমস্যা নেই। আজকাল অনেকেই পাব্লিকে চান্স না পেয়ে সুইসাইড করছে অথচ ন্যাশনালে পড়ে কত কিছুই না করছে অনেকে! নিজেকে গড়তে চাইলে যে কোন জায়গা থেকেই গড়া সম্ভব বিশেষ করে যখন ইন্টারনেট আর কোর্সেরার মত ফ্রি প্ল্যাটফর্ম গুলো যে কোন বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ দিচ্ছে।
তাই, একটা ভালো সাব্জেক্ট আর নিজেকে প্রিপেয়ার করে তোলা বেশি জরুরী। ভালো ভার্সিটিতে পড়া মানেই যে ক্যারিয়ার পাক্কা আর সব হয়ে যাবে এমন না! হয়তো কিছুদিন কলার নাড়িয়ে বলতে পারবেন আমি এ ভার্সিটিতে পড়ি কিন্তু দিন শেষে সে পরিচয়ে কিছুই মিলবেনা। আর যদি ভালো সাব্জেক্ট আর ভভার্সিটি হয় আর নিজেকে গড়ে নেয়া যায়, তাহলে তো আর কিছু বলার নেই।