যারা ইন্টারমেডিয়েটে পরীক্ষা দিয়েছে বা দিবে এবং যারা হয়তো অনার্সে পছন্দের ভার্সিটি ও সাব্জেক্ট পড়তে পারছেনা, তাদের কমন জিজ্ঞাসা হলো যে অনার্স করতে বাইরে যাবো নাকি অনার্স শেষ করে মাস্টার্স করতে যাবো। আবার অভিভাবকদের ও একই প্রশ্ন থাকে যে কবে পাঠাবো?
যে কোন দেশে আন্ডারগ্রেডের স্কলারশিপ অত বেশি থাকেনা যতটা থাকে মাস্টার্স ও পিএইচডিতে।কারণ আন্ডারগ্রেডের পোলাপাইন থেকে ভার্সিটি মূল ইনকামটা করে। তাই, অনার্সে একদম ফুল রাইড স্কলারশিপ না পেলে একটা ভালো এমাউন্ট খরচ করা লাগে সেমেস্টার ফি, লিভিং খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে। সেজন্য, যারা আন্ডারগ্রেডে যেতে চান তারা শুরুতে সরকারি স্কলারশিপ ট্রাই করতে পারেন যে দেশ গুলো অফার করে। পেয়ে গেলে বেশ ভালো। আর না হলে দেখতে হবে ফ্যামিলির ফাইনেন্সিয়াল ব্যাকআপ কেমন। যদি বাইরে পড়ানোর স্কোপ থাকে, তাহলে পাঠিয়ে দিতে পারেন।
বাইরে ব্যাচেলর করার কিছু চ্যালেঞ্জ থাকলেও একটা ডিগ্রী অনেক খানি এগিয়ে দিতে পারে। যাদের দেখেছি এখানে অনার্স করেছে, তাদের জব পাওয়া থেকে শুরু করে বাকি সব তুলনামূলকভাবে সহজ হয়্ব যায়। আমেরিকা বা ইউরোপ যেতে হবে এমন নয়, সামর্থ্য থাকলে মালয়েশিয়া, তুরস্ক, চীন, জাপান, কোরিয়ার মত দেশ গুলা ও বেস্ট। কিছু ভার্সিটি পাবেন যেগুলোতে পড়ানোর খরচ দেশের যে কোন ভালো প্রাইভেট ভার্সিটির কাছাকাছি বা কম। এটা স্কলারশিপ সিকিউর করতে না পারলে আর পারলে তো ফ্রি তে ও পড়ছে অনেকে। যাদের আর্থিক সামর্থ্য আছে, তারা দেখতে পারেন এ অপশন গুলো।
যারা অনার্স শুরু করে ২য়/৩য় ইয়ারে আছেন, তাদের পরামর্শ দিব শেষ করে ফেলতে। যে ভার্সিটি আর সাব্জেক্ট হউক। তারপর সব স্কোর নিয়ে মাস্টার্স এর জন্য এপ্লাই করা ভালো। ফান্ড কিন্তু মাস্টার্স/পিএইচডি তেই বেশি!
আশা করি সব বুঝেই সিদ্ধান্ত নিতে পারবেন যে ব্যাচেলর নাকি মাস্টার্স/পিএইচডি করতে আসা আপনার জন্য/আপনার সন্তানের জন্য ওয়াইজ হবে।