২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত অনেক গুলো ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করেছি। বিভিন্ন ইভেন্টে কাজ করেছি। মানবতার সেবায় কিছু কাজ করার চেষ্টা করেছি। অনেকেই বিভিন্ন সময়ে জিজ্ঞেস করেছে যে এগুলা কেন করি? প্রথম কথা হলো, মানুষের জন্য সামান্য কিছু করাতেও আমার শান্তি লাগে।তাই করেছি।সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে করেছি।ভালো লাগে, তাই করেছি।
আর কি পেয়েছি? আত্মার শান্তি, অনেক গুলো নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি, বর্তমান ইয়ুথ ট্রেন্ড টার সাথে ছিলাম, লিডারশিপ শিখেছি, টিম ওয়ার্ক শিখেছি, মানুষের সাথে মিশে যাওয়াটা শিখেছি আর শিখেছি যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার টেকনিক।সময় গুলো কাজে লেগেছে। পড়াশুনার পাশাপাশি এ কাজ গুলো আমাকে অনেক কিছুই শিখিয়েছে।যার সুফল এখন কাজ করতে গেলে পাই।
তাই, জুনিয়র দের ও উতসাহিত করি এমন কাজ গুলো করার।শুধু পড়াশুনা আর সিজিপিএ সব কিছু না।জীবনবোধ সহ আরো অনেক কিছুই শেখায় এ সব এক্সট্রা কারিকুলার কাজ গুলো।এমন অনেক কিছুই জানা যায় এসব কাজ থেকে যেটা হয়তো শুধু ক্লাশে পজিশন করা আরেকজন জানেই না।ক্ষতি নেই এসব কাজে, যদি সব সাইডে ব্যালেন্স করা যায়।
(২০১৬ সালে নিজের ওয়ালে লেখা একটা পোস্ট মেমোরি হিসেবে আসলো আজকে! সত্যিই অনেক কিছু শিখেছি এসব সামাজিক কাজে জড়িয়ে। ছবি গুলো অনেক স্মৃতি মনে করিয়ে দিলো ঢাকা ভার্সিটির দিন গুলোর